রংপুর-ঢাকা-সাতক্ষীরা থেকে দলীয় মনোনয়ন নিলেন এরশাদ

বিবিধ, নির্বাচন

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-23 19:11:49

রংপুর-৩, ঢাকা-১৭ ও সাতক্ষীরা-৪ আসন থেকে জাতীয় পার্টির দলীয় মনোনয়ন নিলেন দলটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

রোববার (১১ নভেম্বর) ইমানুয়েলস কনভেনশন সেন্টারে নিজের মনোনয়ন কিনে একাদশ সংসদ নির্বাচনের জাতীয় পার্টির মনোনয়ন ফরম বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন এরশাদ।

এ সময় জাতীয় পার্টির কো-চেয়ারম্যান রওশন এরশাদ ময়মনসিংহ -৪ ও জিএম কাদের  লালমনিরহাট-৩ আসনের দলীয় মনোনয়ন কেনেন।  

এছাড়া জাপা মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার পটুয়াখালী ১ ও ৪ আসন থেকে  মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

এরশাদ উদ্বোধনী বক্তব্যে বলেন, আমরা ক্ষমতায় যাওয়ার জন্য প্রস্তুত। প্রত্যেক কর্মীর পূর্ণ সহযোগিতা প্রয়োজন।

সম্ভাব্য প্রার্থীদের সবাইকে মনোনয়ন কেনার আহ্বান জানিয়ে এরশাদ বলেন, নির্বাচন কমিশন মনোনয়নের দাম নির্ধারণ করেছে ২০ হাজার টাকা। বেশি বেশি করে মনোনয়ন তুলতে হবে। দেখাতে পারি আমাদের প্রার্থী আছে।

বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতে হল রুমে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। ভিড় সামাল দিতে হিমশিম খেতে হয়। হৈচৈ থামানোর জন্য রওশন এরশাদ, মসিউর রহমান রাঙাকেও হস্তক্ষেপ করতে দেখা যায়।

এ সম্পর্কিত আরও খবর