বরিশাল বিভাগে জাপার খসড়া প্রার্থী তালিকা

বিবিধ, নির্বাচন

সেরাজুল ইসলাম সিরাজ, স্পেশাল করেসপন্ডেন্ট | 2023-08-28 17:37:47

উপকূলীয় বিভাগ বরিশালে প্রত্যেক নির্বাচনেই জাতীয় সংসদে জাতীয় পার্টির প্রতিনিধি ছিলো। চলতি সংসদেও রয়েছে ৩ জন সংসদ সদস্য। জাতীয় পার্টি চায় এবার তাদের আসন সংখ্যা বাড়াতে। সে কারণে আগে ভাগেই সম্ভাব্য প্রার্থীদের খসড়া তালিকা করা হয়েছে।

বরিশাল জেলা

বরিশাল-১ আসনে চিত্র নায়ক মাসুদ পারভেজ সোহেল রানা, অ্যাড. সেরনিয়াবাদ সেকেন্দার আলী, ও আলাউদ্দিন সিদ্দিকী (ইসলামী মহাজোট), বরিশাল-২ মিজানুর রহমান ও নাছির উদ্দিন নাছিম, বরিশাল-৩ প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব গোলা, কিবরিয়া টিপু, বরিশাল-৪ নাসির উদ্দিন সাথী ও ইসহাক ভুইয়া, বরিশাল-৫ অধ্যাপক মহসিন-উল ইসলাম হাবলু ও একেএম মর্তুজা আবেদীন, বরিশাল-৬ বর্তমান এমপি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য নাসরিন জাহান রত্না।

ভোলা জেলা

ভোলা-১ আজিম গোলদার, ভোলা-২ মোঃ মিজানুর রহমান, মোঃ কেফায়েত উল্লাহ নজিব, ভোলা-৩ মোঃ শাহে আলম হাওলাদার, নুরুন্নবী সুমন, ভোলা-৪ এম এ মান্নান।

পটুয়াখালী জেলা

পটুয়াখালী-১ বর্তমান এমপি জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, পটুয়াখালী-২ এমএ রাজ্জাক খান, মোঃ ইউনুচ হাওলাদার, মোঃ ফারুক হোসেন মৃধা, পটুয়াখালী-৩ হাওলাদার মিল্টন আহমেদ মিলন, শেখ মোঃ খায়রুর আলম টিপু (ইসলামী মহাজোট ), পটুয়াখালী-৪ এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, মোঃ শফিকুল আজম মুকুল।

বরগুনা জেলা

বরগুনা-১ অ্যাড. জাহাঙ্গীর হোসেন (বিএনএ জোট), শেখ মোস্তাফিজুর রহমান (বিএনএ জোট)

শাহজাহান মানচুর, মোঃ জসিম উদ্দিন, বরগুনা-২ খলিলুর রহমান, নুরুল ইসলাম মনি, শওকত হোসেন রিপন, হাফেজ মাও: শামীম (ইসলামী মহাজোট)

ঝালকাঠি জেলা

ঝালকাঠি-১ ডা. সেলিমা খান, কামরুজ্জামান, ঝালকাঠি-২ ব্যারিস্টার এমএ রফিকুল ইসলাম, অ্যাড. মোঃ আনোয়ার হোসেন আনু, এমএ কুদ্দুস খান, মোঃ আলমগীর হোসেন আলম (ইসলামী মহাজোট)।

এ সম্পর্কিত আরও খবর