ভোটার প্রতি সর্বোচ্চ ব্যয় ১০ টাকা

বিবিধ, নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-23 04:08:35

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার প্রতি সর্বোচ্চ ব্যয় দুই টাকা বাড়িয়ে ১০ টাকা নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

পাশাপাশি একজন প্রার্থী সর্বোচ্চ ব্যয় ২৫ লাখ টাকা বহাল রাখা হয়েছে।

বৃহস্পতিবার (৮ নভেম্বর) রাতে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে ইসি। এর আগে দশম জাতীয় সংসদ নির্বাচনে ভোটার প্রতি ব্যয় ধরা হয়েছিল ৮ টাকা।

ইসির কর্মকর্তারা জানান, কোনো আসনে দুই লাখের কম ভোটার আবার কোথাও সাত লাখের বেশি ভোটার রয়েছে। কিন্তু ভোটার সংখ্যা যাই ই হোক না কেন, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ (আরপিও) এ একজন প্রার্থীর সর্বোচ্চ ব্যয় ২৫ লাখ টাকা নির্ধারিত রয়েছে। আসনভিত্তিক সর্বনিম্ন ভোটার সংখ্যা বিবেচনা রেখে ভোটার প্রতি ১০ টাকা ব্যয় নির্ধারণ করা হয়েছে।

ইসির প্রজ্ঞাপনে বলা হয়েছে, আরপিওর ৪৪বি(৩) অনুযায়ী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিটি নির্বাচনী এলাকায় ভোটার প্রতি নির্বাচনী ব্যয় ১০ টাকা নির্ধারণ করা হলো। তবে শর্ত থাকে যে, উক্ত নির্বাচনী এলাকার ব্যয় সর্বোচ্চ ২৫ লাখ টাকার বেশি হবে না।

প্রজ্ঞাপনটি দেখতে এখানে ক্লিক করুন

এ সম্পর্কিত আরও খবর