নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন জনগণকে জানালেন সিইসি

বিবিধ, নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-10 02:55:03

 

আগামী ২৮ জানুয়ারি মধ্যে একাদশ জাতীয় নির্বাচনের সম্পন্ন করার সাংবিধানিক বাধ্যবাধকতা থাকায় সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।

নির্বাচনী প্রস্তুতি সম্পর্কে মহামান্য রাষ্ট্রপতিকে অবহিত করা হয়েছে বলে বৃহস্পতিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে নির্বাচনী ভাষণে সিইসি  তা জানান।

সিইসি নুরুল হুদা বলেন, ‘২০১৯ সালের ২৮ জানুয়ারির মধ্যে একাদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। ইতোমধ্যে নির্বাচনের ক্ষণ গণনা শুরু হয়ে গিয়েছে।

‘কমিশনারগণ সংবিধানের আলোকে সংসদ নির্বাচন পরিচালনা করার শপথ নিয়েছেন এবং তাতে তারা নিবিষ্ট রয়েছেন। নির্বাচন সামগ্রী ক্রয় এবং মুদ্রণের কাজ প্রায় সম্পন্ন হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আন্তঃমন্ত্রণালয় বৈঠকে পারস্পারিক পরামর্শ আদান-প্রদান করা হয়েছে। নির্বাচন কমিশনের কর্মকর্তা-কর্মচারি নির্বাচনী দায়িত্বে নিবেদিত রয়েছেন।’

এ সম্পর্কিত আরও খবর