ভোটে প্রয়োজনে সেনা মোতায়েন: সিইসি

বিবিধ, নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-01 05:31:45

শৃঙ্খলার নিয়ন্ত্রণে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর থেকে ৬ লাখ সদস্য থাকবেন জানিয়েছেন সিইসি কে এম নূরুল হুদা বলেন, প্রয়োজনে সশস্ত্র বাহিনী মোতায়েন থাকবে।

বৃহস্পতিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে নির্বাচনী ভাষণে তিনি এ কথা বলেন।

সিইসি নুরুল হুদা বলেন, ‘আইন-শৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর থেকে ৬ লক্ষাধিক সদস্য মোতায়েন করা হবে। তাদের মধ্যে থাকবে পুলিশ, বিজিবি, র‌্যাল কোস্ট গার্ড, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যগণ। তাদের দক্ষতা, ‍নিরপেক্ষতা ও একাগ্রতার উপর বিশেষ দৃষ্টি রাখা হবে।

দায়িত্ব পালন ব্যর্থতার কারণে নির্বাচন ক্ষতিগ্রস্থ হলে দায়ী কর্মকর্তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আইনে-শৃ্ঙ্খলা নিয়ন্ত্রণে অসামরিক প্রশাসনকে যথা প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য সশস্ত্র বাহিনী মোতায়েন থাকবে।’

এ সম্পর্কিত আরও খবর