বঙ্গবন্ধুকে স্মরণ করে নির্বাচনী ভাষণ শুরু করলেন সিইসি

বিবিধ, নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-26 13:52:17

স্বাধীনতা স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা সঙ্গে স্মরণ করার মধ্যে দিয়ে জাতি উদ্দেশ্যে ভাষণ শুরু করলেন প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদা।

বৃহস্পতিবার (৮ নভেম্বর) সন্ধ্যা ৭টায় একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ শুরু করেন তিনি। এই ভাষণে সংসদ নির্বাচনের তফসিলও ঘোষণা করবেন।

বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার একযোগে সিইসির ভাষণ সম্প্রচার করছে। 

প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা বলেন, শুরুতেই আমি স্বাধীনতা স্থপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা সাথে স্মরণ করি।

তিনি বলেন, যেসব বীর সন্তান স্বাধীনতার জন্য জীবন দিয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, সম্ভ্রম বিসর্জন দিয়েছেন-তাদেরকে স্মরণ করছি। স্মরণ করছি ৫২’র ভাষা শহীদের-যাদের রক্তের বিনিময়ে প্রতিষ্ঠিত হয়েছে মায়ের ভাষা; অর্জিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

তিনি বলেন,  আন্দোলন, আত্মদান আর সংগ্রামে,র ফসল  স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ। ভাষা আন্দোলনের  আত্মদানের প্রত্যয় নিয়ে স্বাধিকার আন্দোলন। স্বাধিকার আন্দোলনের প্রেরণায় মুক্তির সংগ্রাম। মুক্তিযুদ্ধের শ্রেষ্ঠ অর্জন লাল- সবুজ পতাকার এক খণ্ড বাংলাদেশ।

এ সম্পর্কিত আরও খবর