নড়াইল-১: দখলে রাখতে চায় আ.লীগ, নীরব বিএনপি

বিবিধ, নির্বাচন

শরিফুল ইসলাম, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-30 14:33:37

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হবে বৃহস্পতিবার সন্ধ্যায় (৮ নভেম্বর)। আসন্ন নির্বাচনে বিএনপিসহ ২০ দলীয় জোটের অংশগ্রহণ নিয়ে এখনো রয়েছে সংশয়। অপরদিকে আওয়ামী লীগসহ ১৪ দলীয় জোটের প্রার্থীরা মাঠ চষে বেড়াচ্ছেন।

নড়াইল-১ আসনে ভোটার সংখ্যা রয়েছে ২ লাখ ৩৮ হাজার ৫১ জন। এর মধ্যে নারী ভোটার এক লাখ ১৯ হাজার ১১৩ এবং পুরুষ ভোটার রয়েছে এক লাখ ১৮ হাজার ৯৩৮ জন।

জানা যায়, নড়াইল-১ আসনটি কালিয়া উপজেলা, একটি পৌরসভা ও সদর উপজেলার কলোড়া, বিছালী, সিঙ্গাশোলপুর, সেখহাটী ও ভদ্রবিলা এ পাঁচ ইউনিয়ন নিয়ে গঠিত। ইতোমধ্যে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নড়াইল-১ আসনে মনোনয়ন প্রত্যাশী সম্ভাব্য প্রার্থীরা মাঠে কাজ করছেন। এ আসনে বিএনপিসহ ২০ দলীয় জোটের একক প্রার্থী থাকলেও ১৪ দলীয় জোটের প্রায় এক ডজন প্রার্থী মাঠে রয়েছে। কেউ কেউ দলীয় হাইকমান্ডের সবুজ সংকেত পেয়েছেন বলেও দাবি করে প্রচারণা চালাচ্ছেন।

২০০১ সালের ১ অক্টোবর ৮ম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দলীয় কোন্দল মেটাতে ব্যর্থ হয়ে নিজেই এ আসনে প্রার্থী হন এবং বিজয়ী হন। শেখ হাসিনা আসনটি ছেড়ে দিলে উপ-নির্বাচনে ধীরেন্দ্রনাথ সাহা ৪ দলীয় জোটপ্রার্থী হয়ে সাংসদ নির্বাচিত হন। ২০০৮ সালের ১৮ ডিসেম্বর নবম সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে কবিরুল হক মুক্তি বিজয় লাভ করেন। ২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নির্বাচন বর্জন করলে আওয়ামী লীগ প্রার্থী হিসেবে আবারো বিনা প্রতিদ্বন্দ্বিতায় কবিরুল হক মুক্তি জয়ী হন।

আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নড়াইল-১ আসনে চলছে প্রচার-প্রচারণা। এ নিয়ে ব্যস্ত সময় পার করছেন সম্ভাব্য প্রার্থীরা। এ আসনে প্রার্থীর তালিকায় রয়েছে বর্তমান সংসদ সদস্য কবিরুল হক মুক্তি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সহ-সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সদস্য কাজী সরোয়ার হোসেন। মনোনয়ন প্রত্যাশী পার্শ্ববর্তী গোপালগঞ্জের বাসিন্দা মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরী সদর সাহেব হুজুরের ছেলে গওহরডাঙ্গা মাদরাসার মহাপরিচালক আল্লামা মুফতি রুহুল আমীন।

আল্লামা মুফতি রুহুল আমীন বলেন, ‘আমাদের সঙ্গে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার আলোচনা চলছে। আমাকে নৌকা প্রতীক দেবেন তিনি। আমি নৌকা প্রতীক নিয়ে আগামী নির্বাচনে অংশগ্রহণ করব।’

বাংলাদেশ আওয়ামী যুবলীগের সহ-সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সদস্য কাজী সরোয়ার হোসেন বলেন, ‘বঙ্গবন্ধুর আদর্শকে বুকে লালন করে জননেত্রী শেখ হাসিনার নির্দেশে দলীয় নেতা-কর্মীদের নিয়ে নির্বাচনী মাঠে কাজ করছি। আশা করি জননেত্রী আমাকে দলীয় মনোনয়ন দেবেন।’

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু বলেন, ‘বর্তমান সংসদ সদস্যের দুর্নীতির কারণে মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। এ আসনের মানুষ আর মুক্তি বিশ্বাসকে সংসদ সদস্য হিসেবে দেখতে চায় না। আমি দলের জন্য কাজ করছি। দলীয় নেতা-কর্মীদের পাশে আছি। আশা করছি নেত্রী আমাকে মনোনয়ন দেবেন।’

বর্তমান সংসদ সদস্য কবিরুল হক মুক্তি বলেন, ‘এলাকার সব উন্নয়ন মূলক কাজ বাস্তায়ন করে যাচ্ছি। দির্ঘদিন যাবৎ এলাকার মানুষের সুখে-দুঃখে সব সময় তাদের পাশে রয়েছি। জননেত্রী শেখ হাসিনা আমাকেই দলীয় মনোনয়ন দেবেন।’

অপরদিকে নির্বাচনে অংশগ্রহণ করলে বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমকেই দলের পক্ষে মনোনয়ন দেয়া হবে বলে জানা গেছে। বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যে সিদ্ধান্ত নেবে তাতে একমত হয়ে সবাই মিলে কাজ করব।’

এ সম্পর্কিত আরও খবর