ঐক্যফ্রন্টের নির্দলীয় সরকারের রূপরেখা

বিবিধ, নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-25 17:14:25

আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ সঙ্গে সংলাপে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ অংশীদারিত্বমূলক নির্বাচনের দাবিতে একটি রূপরেখা তুলে ধরে জাতীয় ঐক্যফ্রন্ট।

বুধবার (৭ অক্টোবর) দুপুরে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সংলাপ অনুষ্ঠিত হয়। সংলাপে ১৪ দলের নেতৃত্বে ছিলেন আওয়ামী লীগ সভাপতিও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অন্যদিকে ঐক্যফ্রন্টের নেতৃত্বে ছিলেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন।

সংলাপে ঐক্যফ্রন্ট ১০ সদস্যের উপদেষ্টার নির্দলীয় সরকারের প্রস্তাব তুলে ধরেন কিন্তু ১৪ দলীয় ক্ষমতাসীন জোট তা নাকচ করে দেন। ঐক্যফ্রন্টের প্রস্তাবগুলোর মধ্যে অন্যতম হচ্ছে- নির্বাচনের আগে সংসদ ভেঙে দেওয়া, সংসদ ভেঙে দেওয়ার তারিখ থেকে পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন কমিশন ১১তম সংসদ নির্বাচনের তারিখ নির্ধারণ করা, নির্বাচনে অংশগ্রহণকারী প্রতিটি দল ও প্রার্থীর জন্য 'লেভেল প্লেয়িং ফিল্ড' নিশ্চিত করা।

এছাড়াও আছে নির্বাচন কমিশনের পুনর্গঠন করা। ঐক্যফ্রন্ট বলছে, কমিশন স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করলেও জনগণের আস্থা অর্জন করতে পারেনি। বর্তমান নির্বাচন কমিশনের দক্ষতা, সামর্থ্য ও নিরপেক্ষতা সম্পর্কে প্রশ্ন রয়েছে।

এ সম্পর্কিত আরও খবর