বিকালে ইসিতে যাচ্ছে আ’লীগ

বিবিধ, নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-09-01 12:41:14

একাদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার একদিন আগে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করতে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল আজ বুধাবর (৭ নভেম্বর) বিকাল ৪টায় নির্বাচন কমিশন কার্যালয়ে যাচ্ছেন।

প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) অন্য নির্বাচন কমিশনাদের সঙ্গে বৈঠক করবেন প্রতিনিধিদলের সদস্যরা।

আওয়ামী লীগের নির্বাচনী পরিচলনা কমিটির কো-চেয়ারম্যান এইচ টি ইামাম ১৭ সদস্যের এ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।

প্রতিনিধিদলে আরও থাকবেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য রাশিদুল আলম, সভাপতিমণ্ডলীর সদস্য ফারুক খান, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী,মহিবুল হাসান চৌধুরী নওফেল, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ,  বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, কার্যনির্বাহী সদস্য এস এম কামাল হোসেন, রিয়াজুল কবীর কাওছার, গোলাম রাব্বানী চিনু, মারুফা আক্তার পপি, কেন্দ্রীয় নেতা তানভীর ইমাম, ফজিলাতুন্নেছা বাপ্পী,এনামুল হক চৌধুরী, সেলিম মাহমুদ ও মুস্তাফিজুর রহমান বাবলা।

উল্লেখ্য, আগামীকাল বৃহস্পতিবার (৮ নভেম্বর) একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। এর আগে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেছে জাতীয় ঐক্যফ্রন্ট, যুক্তফ্রন্ট ও জাতীয় পার্টির প্রতিনিধিদল।

এ সম্পর্কিত আরও খবর