উন্নয়ন অগ্রযাত্রায় সহযোগী জাতীয় পার্টি: প্রধানমন্ত্রী

বিবিধ, নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-25 19:33:07

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, `সরকারের উন্নয়ন অগ্রযাত্রায় সহযোগী ছিল জাতীয় পার্টি। আমাদের এ পথযাত্রায় জাতীয় পার্টি পাশে ছিলো, উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে আগামী দিনেও একসঙ্গে কাজ করবো।’

সোমবার (৫ নভেম্বর) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে জাতীয় পার্টির নেতৃত্বাধীন সম্মিলিত জাতীয় জোটের সঙ্গে সংলাপের সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নির্বাচনকে সামনে রেখে সব দলের সাথে মতবিনিময় করছি উল্লেখ করে ১৪ দলীয় জোটের শীর্ষ নেতা শেখ হাসিনা বলেন, ‘আমরা চাই একটা অর্থবহ নির্বাচনের মধ্য দিয়ে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।’

শেখ হাসিনা বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশকে স্বাধীন করে দিয়ে গেছেন। যুদ্ধবিধ্বস্ত দেশ থেকে তিনি স্বল্পোন্নত দেশ হিসেবে রেখে গেছেন। জাতির পিতা বাংলাদেশকে যে স্বল্পোন্নত দেশে রেখে গেছেন, সেখান থেকে জাতির পিতার আদর্শের পথ ধরে দেশকে উন্নয়নশীল দেশে উন্নীত করতে সক্ষম হয়েছি।’

প্রধানমন্ত্রী বলেন, ‘নির্বাচন মানুষের ভোটের অধিকার, সে অধিকার তারা প্রয়োগ করবে। আমরা যারা নির্বাচিত প্রতিনিধি আমাদের কাজ দেশের মানুষের সেবা করা এবং দেশকে উন্নত করা। উন্নয়নের ধারা যেন অব্যাহত থাকে সেটা আমাদের লক্ষ্য এবং এটা আমাদের রাখতেই হবে।’

সংলাপে আওয়ামী লীগের পক্ষে দলের সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

জাতীয় পার্টির পক্ষে হোসেন মোহাম্মদ এরশাদ, রওশন এরশাদ, রুহুল আমিন হাওলাদারসহ দলের শীর্ষ নেতারা সংলাপে উপস্থিত আছেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত রুদ্ধদ্বার বৈঠক চলছিল।

এ সম্পর্কিত আরও খবর