তফসিল পেছানোর  আবেদন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির

বিবিধ, নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-07-06 11:12:43

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার তারিখ পেছানোর আবেদন জানিয়েছে নির্বাচন কমিশনে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।

সোমবার (০৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে পাঁচটায় সংগঠনটির সহ-সভাপতি ড. গোলাম রহমান ভূইঁয়ার নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল ইসি যান।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন স্বাক্ষরিত আবেদনে বলা হয়েছে, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি দেশের সর্বোচ্চ আদালতের আইনজীবীদের সংগঠন। দেশ একটি কফিন ক্রান্তিকাল অতিক্রম করছে। আমরা লক্ষ্য করছি প্রধানমন্ত্রী বিভিন্ন দল ও জোটের সাথে দেশের সর্বশেষ পরিস্থিতি নিয়ে ও একাদশ সংসদ নির্বাচনের বিষয়ে সংলাপ করছেন। আমরা আশা করছি সংলাপের মাধ্যমে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের একটি স্থায়ী সমাধান বেড়িয়ে আসতে পারে।

আবদনে আরো বলা হয়, এমতাবস্থায় জাতীয় সংলাপ না হওয়া পর্যন্ত একাদশ সংসদ নির্বাচনের তফসিল স্থগিত রাখা ও ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানাচ্ছি।

প্রতিনিধি দলে আরো আছেন সংগঠনের সহ-সভাপতি গোলাম মোস্তফা, সদস্য হাসানিল্লাহ।

এ সম্পর্কিত আরও খবর