তফসিলের পর নিরাপত্তা নিয়ে ইসির সঙ্গে ডিএমপির বৈঠক

বিবিধ, নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-30 19:01:07

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন ভবন, সিইসি, নির্বাচন কমিশনারদের নিরাপত্তা ও তফসিল পরবর্তী মেট্রোপলিটন এলাকার আইন-শৃ্ঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলতে এসেছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) একটি প্রতিনিধি দল।

আগারগাঁওস্থ নির্বাচন ভবনে সিইসির সঙ্গে শনিবার (৩ নভেম্বর) বেলা সোয়া ১১টা থেকে প্রায় ঘণ্টাখানেক বৈঠক করেন।

জানা গেছে, তফসিল ঘোষণা পরবর্তী সময়ে নির্বাচন ভবন ও কমিশনের নিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপি কমিশনারকে সিইসি নির্দেশনা দিয়েছেন। এছাড়া সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে।

বৈঠক শেষে নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন ভবন, সিইসি, নির্বাচন কমিশনারদের নিরাপত্তা ও তফসিল পরবর্তী মেট্রোপলিটন এলাকার আইন-শৃ্ঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলতে এসেছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কেএম নূরুল হুদার সঙ্গে বৈঠকে ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়ার নেতৃত্বে সাত সদস্যের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে আসাদুজ্জামান মিয়ার কাছে ইসিতে আসার কারণ জানতে চাইলে সাংবাদিকদের বলেন, সচিব স্যার এ বিষয়ে কথা বলবেন।

এর আগে তেজগাঁও জোনের ডিসি বিপ্লব সরকার গণমাধ্যমকে জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল পরবর্তী সময়ে ঢাকা মেট্রোপলিটন এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সিইসি হয়ত ডিএমপিকে নির্দেশনা দিতে পারেন।

তফসিলের আগে এটি একটি রুটিন সাক্ষাত বলেও উল্লেখ করেন তিনি।

এ সম্পর্কিত আরও খবর