তফসিলের আগে ৩৫ বছরের প্রজ্ঞাপন চান চাকরি প্রত্যাশীরা

বিবিধ, নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-23 00:43:47

 

আসন্ন জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগেই সরকারি চাকরিতে আবেদনের বয়সীমা ৩৫ বছর করতে জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রেরিত সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশের ভিত্তিতে প্রজ্ঞাপন জারির দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা।

বৃহস্পতিবার (১ নভেম্বর) দুপুর ২টায় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে 'বাংলাদেশ ছাত্র-পরিষদ' ও 'বাংলাদেশ জনতার মঞ্চ' নামের দুটি সংগঠনের যৌথ সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, দাবি আদায়ের লক্ষ্যে শুক্রবার (১ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় জাতীয় প্রেসক্লাবের সামনে ও শনিবার (২ নভেম্বর) সকাল ১০টায় শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে বিক্ষোভ করবেন আন্দোলনকারীরা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ ছাত্র-পরিষদের সাধারণ সম্পাদক মো. আমিরুল ইসলাম। বক্তব্যে চাকরিতে আবেদনের বয়স ৩৫ বছর করার পক্ষে ১৬ দফা যুক্তি উত্থাপন করেন তিনি।

আমিরুল ইসলাম বলেন, 'সরকারের কাছে চাকরি চাই না, শুধু একটা সুযোগ চাই। সংসদ, ক্যাবিনেট মিটিং শেষ হয়ে গেল ৷ প্রত্যাশায় ছিলাম, এই সংসদ থেকেই একটা ফলপ্রসূ সমাধান পাব।’

সম্প্রতি চাকরিতে বয়স বাড়ানোর দাবিতে আন্দোলন করে আসছিল বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ। কিন্তু এখন ভিন্ন সংগঠনের ব্যানারে আন্দোলনের প্রসঙ্গে জানতে চাইলে বাংলাদেশ ছাত্র পরিষদের সভাপতি আল আমিন বলেন, '২০১২ সালে আমরা ৩৫-এর আন্দোলন শুরু করি। ২০১৪ সালের পর সংগঠন বিভক্ত হয়ে যায়।'

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র পরিষদের সিনিয়র সহ-সভাপতি ইউসুফ ইলিয়াস, যুগ্ম-সাধারণ সম্পাদক মোবারক ফাতেমা মুন, সাংগঠনিক সম্পাদক শেহজাদ আহমেদ প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর