নতুন ব্যাগ ও পোশাক পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা

, শিক্ষা

ইসমাঈল হোসাইন রাসেল, স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-09-01 04:21:29

ঝরে পড়া শিক্ষার্থীদের হার কমাতে বিভিন্ন উদ্যোগ নিচ্ছে সরকার। এরই ধারাবাহিকতায় এবার প্রাথমিকের সব শিক্ষার্থীকে নতুন স্কুল ব্যাগ ও পোশাক কিনতে দুই হাজার করে টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এরই মধ্যে এ সংক্রান্ত প্রস্তাবনা তৈরি করা হয়েছে, জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) অনুমোদন পেলে আগামী বছর থেকেই শিক্ষার্থীদের টাকা দেওয়া হবে।

জানা গেছে, শিক্ষার্থীদের দুই হাজার টাকা করে দেওয়ার বিষয়টি এখনও উন্নয়ন প্রকল্প প্রস্তাবনার (ডিপিপি) পর্যায়ে আছে। নীতিগতভাবে এ সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। সব কিছু ঠিক থাকলে প্রকল্প পরিকল্পনাটি একনেকে পাঠানো হবে। একনেক অনুমোদন দিলে আগামী বছর এটি বাস্তবায়ন করা যাবে। তবে কোনো কারণে এটি আগামী বছর বাস্তবায়ন করা না গেলে পরের বছর থেকে তা বাস্তবায়ন করা হবে। আর স্কুল ব্যাগের বিষয়টি নভেম্বরের শেষ দিকে চূড়ান্ত হবে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তথ্য মতে, বাংলাদেশে মোট সরকারি প্রাথমিক স্কুলের সংখ্যা ৬৩ হাজার ৬০১টি। যেখানে লেখাপড়া করছে দুই কোটি ১৯ লাখ ৩২ হাজার ৬৩৮ শিক্ষার্থী। ২০১৮ সালে প্রাথমিক বিদ্যালয়ে ১০ কোটি ৩৬ লাখ ২৫ হাজার ৪০৮টি বই বিতরণ করা হয়।

মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, এখনও পর্যন্ত সবাইকে নতুন পোশাকের টাকা দেওয়ার পরিকল্পনা আছে। তবে প্রথম দিকে পুরোপুরি বাস্তবায়ন করা না গেলেও হয়তো আংশিকভাবে শুরু হতে পারে। সেটি না হলে শিক্ষার্থীদের শুরুর দিকে পাঁচশ’ টাকা দিয়ে কয়েক মাস পর আবার আটশ' টাকা দেওয়া হতে পারে। অথবা আগামী দুই বছর পোশাকের জন্য শুধু পাঁচশ টাকা করেও দেওয়া হতে পারে। পরে হয়তো তা আরো বাড়বে। সামর্থ্যের কথা চিন্তা করেই এটি বাস্তবায়ন করা হবে। তবে যে পরিমাণ টাকাই দেওয়া হোক না কেন সেটি স্কুল কর্তৃপক্ষের কাছে দেওয়া হবে না। এ টাকা শিক্ষার্থীদের অভিভাবকের অ্যাকাউন্টে রূপালি ব্যাংকের মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে পাঠানো হবে। আর স্কুল ইউনিফর্মের ডিজাইন প্রাথমিক শিক্ষা অধিদফতর ঠিক করে দেবে।

এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বার্তাটোয়েন্টিফোর.কমকে বলেন, ‘প্রাথমিকের শিক্ষার্থীদের নতুন পোশাকের জন্য দুই হাজার করে টাকা দেওয়া হবে। এরই মধ্যে এটি নিয়ে কাজ শুরু হয়েছে। শিক্ষার্থীরা যখন বছরের প্রথম দিন বই নিতে আসে, অনেকেই পুরনো পোশাক পরে আসে। অনেকের পরিবারের নতুন পোশাক কিনে দেওয়ার সামর্থ্য থাকে না। তাই তারা যেন নতুন পোশাক পরে নতুন বই নেওয়ার উৎসবে শামিল হতে পারে, সে জন্যই এ উদ্যোগ নেওয়া হয়েছে।’

a

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আকরাম-আল-হোসেন বার্তাটোয়েন্টিফোর.কমকে বলেন, ‘প্রাথমিকের শিক্ষার্থীদের নতুন পোশাক দেওয়ার বিষয়টি এখনও ডিপিপি পর্যায়ে আছে। একনেক এটি অনুমোদন দিলে বাস্তবায়ন করা যাবে। আমরা এটি নিয়ে কাজ করছি। আর স্কুল ব্যাগের বিষয়টিও একই পর্যায়ে আছে, চূড়ান্ত হলে তা বাস্তবায়ন করা হবে।’

এদিকে নতুন পোশাকের পাশাপাশি প্রাথমিকের শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়। বর্তমানে প্রাথমিক শিক্ষা উপবৃত্তি প্রকল্পের আওতায় সরকার শিক্ষার্থীদের শ্রেণি ভেদে জনপ্রতি মাসে ১০০ টাকা উপবৃত্তি দিচ্ছে। এটি বাড়িয়ে ২০০ টাকা করা হবে। এখন উপবৃত্তিতে দেড় হাজার কোটি টাকা দেওয়া হয়, সেটি বাড়িয়ে তিন হাজার কোটি টাকা করা হবে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, প্রাথমিক শিক্ষায় উপবৃত্তি চালু করার পর সারাদেশের বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীর উপস্থিতি বেড়েছে। বর্তমানে শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতির হার প্রায় ৮৯ শতাংশ। এছাড়া উপবৃত্তির কারণে শিক্ষার্থীদের ঝরে পড়ার হারও অনেক কমেছে।

এ সম্পর্কিত আরও খবর