রাবিতে ‘বিভাগ পরিবর্তন’ ইউনিটের দাবিতে মানববন্ধন

ভর্তিযুদ্ধ, শিক্ষা

রাবি করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-31 18:50:58

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় ‘বিভাগ পরিবর্তন’ ইউনিট রাখার দাবি জানিয়ে মানববন্ধন করেছে ভর্তিচ্ছুরা। মঙ্গলবার (৩০ জুলাই) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে তারা এ কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে ভর্তিচ্ছুরা বলেন, ‘এবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় বিভাগ পরিবর্তনের জন্য আলাদা কোনো ইউনিট নেই। ফলে পরীক্ষার্থীরা নিজ নিজ বিষয়ে পরীক্ষা দিয়ে অন্য বিষয়ে ভর্তি হওয়ার সুযোগ পাবেন। কিন্তু বাণিজ্য বা কলা অনুষদে ভর্তি হতে কেন কোনো শিক্ষার্থীকে পদার্থ, রসায়ন বিষয়ে পরীক্ষা দিতে হবে? এসব বিষয়ের সঙ্গে কলা বা বাণিজ্য অনুষদের বিষয়ের কোনো সম্পর্ক নেই।’

ভর্তিচ্ছুরা আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের এমন পদ্ধতির ফলে অনেক মেধাবী শিক্ষার্থী কলা বা বাণিজ্যের বিষয়ে ভর্তি হতে পারবে না। বিভাগ পরিবর্তন ইউনিটে কেবল বাংলা, ইংরেজি এবং সাধারণ বিজ্ঞান বিষয়ের ওপর পরীক্ষা নিতে হবে। তাই আমাদের দাবি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি স্বতন্ত্র বিভাগ পরিবর্তন ইউনিট করা হোক।’

মানববন্ধনে ভর্তিচ্ছু শিক্ষার্থী নাজমুস সাকিব, মেহেদী হাসান, নবাব, রাহাতসহ আরও অনেকে বক্তব্য দেন। এরপর তারা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন। কর্মসূচিতে প্রায় শতাধিক ভর্তিচ্ছু উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর