ঢাবি ভর্তি পরীক্ষায় নৈর্ব্যক্তিক ৭৫, লিখিত ৪৫

ভর্তিযুদ্ধ, শিক্ষা

ঢাবি করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-30 04:13:32

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষায় এবার নতুনত্ব নিয়ে এসেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। যাতে ১২০ নম্বরের পরীক্ষায় ৭৫ নম্বরের নৈর্ব্যক্তিক ও ৪৫ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে।

আর এই পরীক্ষা জন্য সময় নির্ধারণ করা হয়েছে দেড় ঘণ্টা। এর আগে যেটি ছিল ১২০ নম্বরের নৈর্ব্যক্তিক পরীক্ষা, সময় ছিল এক ঘন্টা।

বুধবার (২৪ জুলাই) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তি বিষয়ক সাধারণ ভর্তি কমিটির সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।

বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে অনুষ্ঠিত ঐ সভায় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মুহাম্মদ সামাদ, অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক সুব্রত কুমার আদিত্য, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক, রেজিস্ট্রার ও সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, ভর্তি পরীক্ষায় ৭৫ নম্বরের নৈর্ব্যক্তিক ও ৪৫ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। এমসিকিউ পরীক্ষার জন্য ৫০ মিনিট ও লিখিত পরীক্ষার জন্য ৪০ মিনিট সময় নির্ধারণ করা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর