সামনে পরীক্ষার খাতা, মনে বাবা হারানোর শোক

, শিক্ষা

উপজেলা করেসপন্ডেন্ট বার্তা২৪.কম, কটিয়াদী (কিশোরগঞ্জ) | 2024-02-22 14:14:34

আশা ছিলো অনেক আদরের মেয়ে এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল করলে উচ্চ শিক্ষায় শিক্ষিত করবেন পিতা ফজলুর রহমান। সেই স্বপ্ন বাস্তবায়ন করার আগেই তাকে দুনিয়ায় মায়া ত্যাগ করতে হলো। পিতার মরদেহ কবরে রেখে মেয়ে আবনি নাসরিন পূর্ণকে পরীক্ষায় বসতে হয়েছে।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) চলমান এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে পরীক্ষা দিয়েছেন তিনি। মেয়ে পূর্ণের সামনে পরীক্ষার খাতা, মনে পিতা হারানোর বেদনা। চোখের পানিতে ভিজেছে খাতা৷ আর তাকে শান্তনা দিয়েছে সহপাঠী ও হলের শিক্ষকরা।

হৃদয়বিদারক ঘটনাটি ঘটেছে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় কটিয়াদী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রে।

জানা যায়, কটিয়াদী পশ্চিমপাড়ার বাসিন্দা ও বাজারের ব্যাবসায়ী ফজলুর রহমান দুদু মিয়া গতকাল বুধবার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায়। বৃহস্পতিবার সকালেই দাফন সম্পন্ন হয়। ওইদিনই তার দ্বিতীয় কন্যার চলমান এসএসসি ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা ছিলো। বাবার মৃত্যুর শোকের মধ্যেই মেয়ে অংশগ্রহণ করে পরীক্ষায়। শিক্ষার্থী আবনি নাসরি পূর্ণ কটিয়াদী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।

কটিয়াদী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউল আলম মাহফুজ বলেন, ঘটনাটি হৃদয়বিদারক। আবনি নাসরিন পূর্ণ আমার প্রতিষ্ঠানের একজন ভালো শিক্ষার্থী। আমরাও শোকাহত। কেন্দ্র সচিবসহ সবাই তাকে শান্তনা দিয়েছে পরীক্ষা দেওয়ার জন্য। পরবর্তীতে সে সুন্দর ভাবেই পরীক্ষা দিয়েছে।

এ সম্পর্কিত আরও খবর