এইচএসসিতে বরিশাল বোর্ডে পাসের হার ৯৫.৭৬

, শিক্ষা

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বরিশাল | 2023-09-01 19:09:58

বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এবার এইচএসসিতে পাসের হার ৯৫ দশমিক ৭৬ ভাগ। পাসের হার বরিশাল বোর্ডের ইতিহাসে এইচএসসিতে এবারেই সর্বোচ্চ ।

রোববার (১৩ ফেব্রুয়ারী) বেলা সাড়ে ১১টায় বরিশাল শিক্ষা বোর্ডের ফলাফল ঘোষনা করেন পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন।

এসময় তিনি বলেন, ২০২১ সালের পরীক্ষায় অংশ নেওয়া ৬৬ হাজার ৭৯৬ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৬৩ হাজার ৯৬৪ জন। পাসের মধ্যে ছেলে ৩০ হাজার ২৮৯ জন এবং মেয়ে ৩৩ হাজার ৬৭৫জন। জিপিএ ৫ পেয়েছেন ৯ হাজার ৯৭১ জন। এর মধ্যে ছেলে ৩ হাজার ৪৮১ এবং মেয়ে ৬ হাজার ৪৯০ জন।

বোর্ড সূত্রে জানা গেছে, এইচএসসি পরীক্ষায় ফলাফলে পাসের হারে এগিয়ে রয়েছে বরিশাল।

এই জেলায় পাসের হার ৯৬ দশমিক ৯৩ ভাগ। ঝালকাঠিতে ৯৬ দশমিক ৪০ ভাগ, বরগুনায় ৯৬ দশমিক ৩১ ভাগ, পিরোজপুরে ৯৬ দশমিক ১৫ ভাগ, ভোলায় ৯৪ দশমিক ৫৮ এবং পটুয়াখালীতে ৯৩ দশমিক ৪৬ ভাগ।

আরো জানা গেছে, এ বছর মানবিক বিভাগের শিক্ষার্থীদের পাসের হার সব থেকে বেশি এরপর ব্যবসায় শিক্ষা ও বিজ্ঞান বিভাগের অবস্থান। জিপিএ-৫ এর দিক থেকে সবচেয়ে বেশি পেয়েছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। এ বিভাগে মোট ৪ হাজার ৯৮৬ জন জিপিএ-৫ পেয়েছে।

 এছাড়া মানবিক বিভাগ থেকে ৪ হাজার ১৬৯ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৮১৬ জন জিপিএ-৫ পেয়েছে। এদিকে বরিশাল বোর্ডে এবারে কেউ পাস করেনি এমন কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই।

এ সম্পর্কিত আরও খবর