পোশাক খাতে পরিবর্তন আসলেও রূপান্তর নিয়ে সন্দিহান বিশেষজ্ঞরা

, অর্থনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-27 10:49:56

ঢাকা: সাভারের রানা প্লাজা ট্রাজেডির পর বাংলাদেশের তৈরি পোশাক খাতে ব্যাপক পরিবর্তন এসেছে বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা। তবে প্রকৃত অর্থেই এ খাতের রূপান্তর হয়েছেকিনা- সে বিষয়েও প্রশ্নও তুলেছেন তারা। তারা বলেন, রানাপ্লাজা ট্রাজেডি আমাদের অনেক কিছু শিক্ষা দিয়েছে। এই দুর্ঘটনার পর কারখানার নিরপত্তা ইস্যুতে সরকার জিরোটলারেন্স নীতি গ্রহণ করেছে। মোটকথা এই ট্রাজেডির পর বাংলাদেশের তৈরি পোশাক খাতে যে পরিবর্তন এসেছে, সেটা খুবই আশাব্যঞ্জক।

বৃহস্পতিবার (৩০ আগস্ট) রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত গোলটেবিল আলোচনায় তারা এসব কথা বলেন। ‘রানা প্লাজা পরবর্তী তৈরি পোশাক খাতের রূপান্তর’ শীর্ষক ওই আলোচনার আয়োজন করে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি)। সভায় সিপিডি পরিচালিত একটি জরিপের ফলাফল তুলে ধরা হয়।

বৈঠকে সিপিডি’র চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান বলেন, ‘তৈরি পোশাক খাতে বিশ্ববাজার অত্যন্ত প্রতিযোগিতামূলক। বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে আমাদের তৈরি পোশাক খাতে প্রচলিত বিশ্ব মডেল গ্রহণ করতে হবে। সেক্ষেত্রে রানা প্লাজা ট্রাজেডির পর বাংলাদেশে তৈরি পোশাক খাতে যে সংস্কার হয়েছে, সেটা আশাব্যঞ্জক।’

তিনি আরো বলেন, ‘আমাদের শ্রমিকরা পশু নয়, তারা মানুষ। তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশ বিশ্বে দ্বিতীয়। এ সম্মান শ্রমিকরাই আমাদের এনে দিয়েছেন। তাই তাদেরকেঅবশ্যই মূল্যায়ন করতে হবে।’

সভায় ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সভাপতি এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয়  স্থায়ী কমিটির চেয়ারম্যান সাবের হোসেন চৌধুরী বলেন, ‘তৈরি পোশাকখাতের ওপর বাংলাদেশের অর্থনীতির নির্ভরতা দিন দিন বাড়ছে। বর্তমানে দেশের জিডিপি'র ১২ শতাংশ তৈরি পোশাক খাত থেকে আসে। ৫০ লাখ শ্রমিক এ খাতের সঙ্গে সরাসরিযুক্ত। আগামী তিন বছরে বাংলাদেশের পোশাক রপ্তানির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫০ বিলিয়ন ডলার। যদিও এ লক্ষ্যমাত্রা কিছুটা উচ্চাকাঙ্ক্ষী। তাই এটা অর্জন করতে হলে আমাদেরএখনি মাইন্ডসেট ও অ্যাপ্রোচে পরিবর্তন করতে হবে। আমরা কোথায় আছি? আর কোথায় যেতে চাই? সেটা ঠিক করতে এখনি উপর্যুক্ত নীতিমালা গ্রহণ করে এগোতে হবে।’

তিনি আরো বলেন, ‘বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ হলো আমরা কি রানা প্লাজার মতো ওয়েক আপ কলের জন্য অপেক্ষা করব- না কি তৈরি পোশাক খাতের জন্য প্রোঅ্যাকটিভনীতিমালা গ্রহণ করব?’

বৈঠকে গার্মেন্টস ওয়ার্কার্স ট্রেড ইউনিয়ন সেন্টারের সভাপতি অ্যাডভোকেট মন্টু ঘোষ বলেন, ‘রানা প্লাজা পরবর্তী সময়ে গার্মেন্টস সেক্টরে উন্নতি হলেও এখনও অনেক সমস্যারয়ে গেছে। মুখে আমরা বলি মালিক-শ্রমিক ভাইভাই কিন্তু কারখানার ভেতরে অনেকের ব্যবহার এখনও ভালো হয় নি। ম্যানেজমেন্টের কিছু অদক্ষ লোক যেভাবে শ্রমিকদের সাথে, বিশেষ করে নারী শ্রমিকদের সাথে, দুর্ব্যবহার করে, অশ্রাব্য ভাষায় গালাগলি দেয় সেটা লজ্জাজনক।’

তিনি আরো বলেন, ‘পাঁচ বছর হয়ে গেলেও মজুরি কমিশনের রিপোর্ট বের হচ্ছে না। শ্রমিকদের মজুরিকে গৌণ মনে করা হচ্ছে। শ্রমিকদের মজুরি সংস্কার করতে হবে। এ জন্যপ্রতিটা কারখানায় ট্রেড ইউনিয়ন খুলে শ্রমিকদের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে হবে।’

অধ্যাপক রেহমান সোবহানের সঞ্চালনায় গোলটেবিল বৈঠকে সিপিডি’র জরিপের ফলাফল উপস্থাপন করেন সংস্থাটির গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম। এছাড়া আরো উপস্থিত ছিলেন- বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব সুভাশিষ বোস, এফবিসিসিআই’র সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, সিপিডির নির্বাহী  পরিচালক ড. ফাহমিদা খাতুন প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর