বেকার ও প্রবাস ফেরতদের জন্য ২০০০ কোটি টাকার ঋণ কর্মসূচি

বাজেট, অর্থনীতি

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-26 05:57:55

করোনার প্রাদুর্ভাবে সাধারণ ছুটি, কলকারখানা বন্ধ থাকা ও ব্যবসা বাণিজ্যে স্থবিরতার কারণে বিপুল সংখ্যক মানুষ কর্মহীন হয়ে পড়ে। এডিবির (এশীয় উন্নয়ন ব্যাংক) সাময়িক হিসাব অনুযায়ী এ সংখ্যা ১৪ লাখে দাঁড়াতে পারে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বৃহস্পতিবার (১১ জুন) ২০২০-২১ অর্থবছরের বাজেট বক্তৃতায় তিনি এ মন্তব্য করেছেন।

অর্থমন্ত্রী বলেন, ‘২০১৮-১৯ অর্থবছরে ৮.১৯ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। যা এশিয়ার যে কোনো দেশের চেয়ে সর্বোচ্চ। ২০১৯-২০ অর্থবছরে করোনার কারণে জিডিপির প্রবৃদ্ধি ৫.২ শতাংশ নির্ধারণ করা হয়েছে। ২০২০-২১ অর্থবছরে প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৮.২ শতাংশ।’

তিনি আরও বলেন, ‘করোনাভাইরাস পরিস্থিতিতে অর্থনৈতিক প্রভাব মোকাবিলার জন্য সরকার কার্যকর কর্মসূচি বৃহৎ প্রণোদনা ঘোষণা করেছে। এর প্রধান লক্ষ্য হচ্ছে সাময়িক কর্মহীনতা দূর করে অর্থনীতিতে গতিসঞ্চার করা। তৈরি পোশাক শিল্পসহ রফতানিমুখী শিল্পের শ্রমিকদের বেতন-ভাতা প্রদানের জন্য ৫ হাজার কোটি টাকার ঋণ তহবিল গঠন করেছি। ক্ষতিগ্রস্ত শিল্প ও সার্ভিস সেক্টরের জন্য ৩০ হাজার কোটি টাকা, এসএমই ও ক্ষুদ্র কুটির শিল্পের জন্য ২০ হাজার কোটি টাকার দু’টি আলাদা তহবিল স্বল্প সুদে। বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রবর্তিত ইডিএফ এর পরিমাণ ৩.৫ বিলিয়ন ডলার থেকে ৫ বিলিয়ন ডলারে উন্নীত করা হয়েছে। প্রি-শিপমেন্ট ক্রেডিট রিফাইন্যান্স স্কিম নামে ৫ হাজার কোটি টাকার একটি নতুন ঋণ সুবিধা চালু করা হয়েছে।’

মুস্তফা কামাল বলেন, ‘কৃষি, ক্ষুদ্র ব্যবসা, ক্ষুদ্র ও কুটির শিল্পে গ্রামের দরিদ্র কৃষক বিদেশ ফেরত প্রবাসী শ্রমিক এবং প্রশিক্ষিত তরুণ ও বেকার যুবাদের গ্রামীণ এলাকা ব্যবসা ও আত্মকর্মসংস্থানমূলক কাজে স্বল্পসুদে ঋণ বিতরণ সম্প্রসারণ করা হবে। পল্লী সঞ্চয় ব্যাংক, প্রবাসী কল্যাণ ব্যাংক, কর্মসংস্থান ব্যাংক ও পিকেএসএফ’র মাধ্যমে ২হাজার কোটি টাকা বিতরণ করা হবে। এসবের পাশাপাশি শিল্পখাতে কর্মসৃজনের গতি বাড়ানো হবে।’

তিনি বলেন, ‘বিশ্বের ১৭৪টি দেশে ১ কোটি ২০ লাখের অধিক অভিবাসী কর্মী কর্মরত রয়েছে। বিগত ১০ বছরে ৬৬ লাখ ৩৩ হাজারের অধিক কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। ২০১৯ সালে জাপান সরকারের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। জাপানে দক্ষ জনবল প্রেরণের নবম দেশ হিসেবে স্বীকৃতি লাভ করেছে।’

এ সম্পর্কিত আরও খবর