বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সঙ্গে বেলজিয়ামের রাষ্ট্রদূতের বৈঠক

ব্যবসা-বাণিজ্য, অর্থনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-09-01 03:49:58

ঢাকা: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদদের সঙ্গে বেলজিয়ামের রাষ্ট্রদূত জন লুইস সৌজন্য সাক্ষাৎ করেন। এ উপলক্ষে বুধবার (২৫ জুলাই) সচিবালয়ে প্রতিমন্ত্রীর দপ্তরে এ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় তারা পারস্পারিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

বৈঠকে জন লুইস বাংলাদেশে সাম্প্রতিক উন্নয়নে সরকারের প্রশংসা করেন। তিনি বলেন, বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে বেলজিয়ামের কোম্পানিগুলো কাজ করতে আগ্রহী। পারস্পারিক সহোযোগিতার মাধ্যমে এগুলে উভয় দেশ উপকৃত হবে।

বৈঠকে এলএনজি, সঞ্চালন, বিতরণ ব্যবস্থা এবং নবায়নযোগ্য জ্বালানি নিয়ে আলোচনা হয়েছে।

প্রতিমন্ত্রী, বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের সম্ভাবনা ও অগ্রগতি তুলে ধরে বলেন, বৈদ্যুতিক তার বা উপকেন্দ্র ভুগর্ভস্থ করার উদ্যোগ নেয়া হবে। বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিনিয়োগকে আমরা স্বাগত জানাবো। চীনে এ পর্যন্ত এ খাতে ৭ দশমিক ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। জাপান ইকোনোমিক জোন করে শিল্পায়নের উদ্যোগ নিয়েছে। মহেশখালিতে পিডিবি ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নিয়েছে, পায়রাতেও ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেয়া হয়েছে। এসব জায়গায় সম্ভাবনাময় বিনিয়োগকারিদের কাজ করার সুযোগ রয়েছে।

আলোচনাকালে অন্যদের মাঝে বেলজিয়ামের অর্থনৈতিক কনস্যুলার জুইলামি চকুইট, বেলজিয়ামের ট্রেড এবং ইনভেস্টমেন্ট এর কমিশনার এরেক্সিস বসুইট এবং ট্রাকটেবল ইঞ্জিনিয়ারিং লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও ভিভেক সিহগল উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর