বিকেল থেকে বাণিজ্য মেলায় বাড়তে থাকে দর্শনার্থী

বাণিজ্য মেলা, অর্থনীতি

নিউজরুম এডিটর, বার্তা২৪.কম | 2023-08-31 14:05:41

বাণিজ্য মেলা থেকে: শেষার্ধে চলছে ২৫তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। বৃষ্টির কারণে দুপুর পর্যন্ত মেলায় লোকসমাগম না থাকলেও বিকেল থেকে বাড়তে থাকে ক্রেতা ও দর্শনার্থীদের ভিড়। এতে কিছুটা হতাশা কেটেছে বিক্রেতাদের।

বুধবার (২৯ জানুয়ারি) সকাল থেকে রাজধানীতে ঘন কুয়াশা পড়তে থাকে। বেলা বড়ার সঙ্গে শুরু হয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। যার প্রভাব পড়ে বাণিজ্য মেলায়। মেলার ২৮তম দিনে দুপুর পর্যন্ত ছিল না লোকসমাগম। তবে বৃষ্টি থামার পর ভিড় বাড়তে থাকে ক্রেতা-দর্শনার্থীদের।

প্যাভিলিয়নে ক্রেতাদের ভিড়

সরেজমিনে দেখা যায়, মেলার বাইরে টিকিট কাউন্টারে লম্বা লাইন। এছাড়া ভেতরে প্রবেশদ্বারেও রয়েছে ভিড়। এ মেলায় স্টল ও প্যাভিলিয়নগুলোতেও ক্রেতা ও দর্শনার্থীদের ভিড় চোখে পড়ে। এতে ব্যস্ততা বেড়েছে বিক্রেতাদের।

কোকোকোলা প্যাভিলিয়নের বিক্রয়কর্মী রায়হান বলেন, ‘সকাল থেকেই বৃষ্টির কারণে ক্রেতা-দর্শনার্থী কম ছিল। দুপুর পর্যন্ত বসে বসে সময় কেটেছে। বৃষ্টি না থাকায় আগের তুলনায় এখন কাস্টমার বেড়েছে। কিন্তু সেটা আগের দিনগুলোর মতো নয়।’

মেলার ভেতরে ক্রেতা ও দর্শনার্থীদের ভিড়

ফ্যাশন হাউস স্টলের মালিকের সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘এবারের মেলায় প্রথম থেকেই ব্যবসা তেমন একটা ভালো চলেনি। আজকে আবার সকাল থেকে বৃষ্টি। এখন তাও আবহাওয়া ভালো হয়েছে। এখন মোটামুটি কাস্টমার আছে। কিন্তু শেষার্ধের মেলা হিসেবে আরও বেশি বেচাবিক্রির আশা ছিল।’

মেলায় ঘুরতে আসা মিরপুরের বাসিন্দা ফরিদ নামে একজন বলেন, ‘অফিস থেকে ছুটি নিয়েছিলাম মেলায় আসার জন্য। কিন্তু সকাল থেকে বৃষ্টি। তাই বিকেলে এসেছি। লোকজনও কম আছে, স্বস্তিতে কেনাকাটা করা যাবে।’

ক্রেতাদের ভিড়

উল্লেখ্য, গত ১ জানুয়ারি শুরু হয় ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২০। মেলার মেয়াদ আগামী ৪ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন (ডিএনসিসি ও ডিএসসিসি) নির্বাচনের কারণে আগামী ৩১ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি মেলা বন্ধ থাকবে।

এ সম্পর্কিত আরও খবর