প্রভিশন রাখার মেয়াদ বাড়াল আরও ২ বছর

পুঁজিবাজার, অর্থনীতি

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-19 16:01:21

ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) আবেদনের প্রেক্ষিতে মার্জিন হিসাবের পুন:মূল্যায়নজনিত অনাদায়কৃত ক্ষতির বিপরীতে রক্ষিতব্য প্রভিশন রাখার মেয়াদ আরও ২ বছর বাড়ানো হয়েছে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নিয়মিত সভায় বাড়ানোর প্রস্তাব অনুমোদন করা হয়। কমিশনের নির্বাহী পরিচালক সাইফুর রহমান সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়ে।

এতে বলা হয়, ডিবিএ’র আবেদনের প্রেক্ষিতে কমিশন, বিএসইসির নির্দেশনা নং এসইসি-সিএমআরআরসিডি/২০০৯-১৯৩/২০৩ তারিখ ২৮ ডিসেম্বর ২০১৭ এর মাধ্যমে প্রদত্ত স্টক ডিলার হিসাব ও স্টক ব্রোকারের মক্কেলের মার্জিন হিসাবের পুন:মূল্যায়নজনিত অনাদায়কৃত ক্ষতির বিপরীতে রক্ষিত প্রভিশন রাখার ঐচ্ছিক সুবিধার বিদ্যমান মেয়াদ অতিরিক্ত আরও ২ বছর বাড়ানো হয়েছে।

এছাড়া আজকের সভায় সাইবার সিকিউরিটি গাইডলাইনস ফর ক্যাপিটাল মার্কেট ইন বাংলাদেশের কতিপয় সংশোধন-পরিবর্তন সাপেক্ষে সাইবার সিকিউরিটি গাইডলাইনস ফর ক্যাপিটাল মার্কেট ইন বাংলাদেশের অনুমোদন করেছে বিএসইসি।

এ সম্পর্কিত আরও খবর