এসএমই প্ল্যাটফর্মে পু্ঁজিবাজারে আসবে মিরা অ্যাগ্রো

পুঁজিবাজার, অর্থনীতি

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-27 19:48:04

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) স্বল্প মূলধনী (এসএমই) প্ল্যাটফর্মে পুঁজিবাজারে আসবে মিরা অ্যাগ্রো ইনপুটস। এ লক্ষ্যে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ডিএসইতে প্রসপেক্টাস জমা দিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।

ডিএসই’র এসএমই প্ল্যাটফর্মে তালিকাভুক্তির জন্য প্রথম কোম্পানি হিসেবে আনুষ্ঠানিকভাবে প্রসপেক্টাস জমা দেয় মিরা অ্যাগ্রেঅ। প্রসপেক্টাস গ্রহণ করেন এসএমই ডিপার্টমেন্টের প্রধান সৈয়দ ফয়সাল আবদুল্লাহ৷

ডিএসইর চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল হাশেম বলেন, পণ্যের বৈচিত্র্য আনয়নে মঙ্গলবার থেকে পুঁজিবাজারে এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হলো।

এসএমই খাতের প্রথম কোম্পানি হিসেবে মূলধন উত্তোলন করে মিরা অ্যাগ্রো ইনপুটস ব্যবসার প্রসার ঘটিয়ে বিনিয়োগকারীদের লাভবান করবে এবং দেশের অথনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন তিনি৷

ডিএসইর পরিচালক মিনহাজ মান্নান ইমন বলেন, ঢাকা স্টক এক্সচেঞ্জে একটা কোম্পানি এসএমই প্ল্যাটফর্মে লিস্টেট হওয়ার প্রারম্ভিক এই প্রক্রিয়া শুরু হওয়াটা গর্বের দিন।

এই পথ ধরেই অনেকগুলো কোম্পানি লিস্টেড হবে আশা ব্যক্ত করে তিনি বলেন, মূলত মেইন বোর্ডে যাওয়ার আগে ছোট ছোট কোম্পানি স্বল্প মূলধনী যেসব কোম্পানি আছে তাদের সহজ উপায়ে লিস্ট করার একটা প্রক্রিয়া হচ্ছে এটা।

ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক (ইনচার্জ) আবদুল মতিন পাটওয়ারী বলেন, এসএমই প্ল্যাটফর্মের পাশাপাশি এবং অল্টারনেটিভ ট্রেডিং প্ল্যাটফর্মের কাজও চলছে। সংশ্লিষ্ট সকলের অক্লান্ত পরিশ্রম, প্রচেষ্টা এবং স্ট্যাটেজিক ইনভেস্টরদের সহযোগিতায় ডিএসই অগ্রসর হচ্ছে।

অনুষ্ঠানে ঢাকা স্টক এক্সচেঞ্জের পক্ষে আরও উপস্থিত ছিলেন পরিচালক বিচারপতি ছিদ্দিকুর রহমান মিয়া, অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান, ব্রিগেডিয়ার জেনারেল মো. মোস্তাফিজুর রহমান, সিটিও মো. জিয়াউল করিম এবং কোম্পানি সচিব মোহাম্মদ আসাদুর রহমান।

মিরা অ্যাগ্রো ইনপুটসের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ এ এ মামুন, এএএ ফিনান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ ওবায়দুর রহমান ও পরিচালক ও সিওও মোহাম্মদ ফেরদৌস মজিদ উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর