ডিএসইতে সূচক বেড়েছে ২২ পয়েন্ট, সিএসইতে ৩৫

পুঁজিবাজার, অর্থনীতি

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-30 11:27:25

সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২১ নভেম্বর) সূচক বেড়ে লেনদেন চলছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)। সূচক বাড়ার পাশাপাশি বেড়েছে লেনদেনও।

এদিন বেলা ১২টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ২২ পয়েন্ট এবং সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স বেড়েছে ৩৫ পয়েন্ট।

এছাড়াও একই সময়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১৭৩ কোটি ৯ লাখ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৬২ কোটি ৬৩ লাখ টাকা।

ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই

এদিন ডিএসইতে লেনদেন শুরু হয় সাড়ে ১০টায়, শুরুতেই সূচক বেড়ে যায়। প্রথম ৫ মিনিটেই ডিএসইএক্স সূচক বাড়ে ২৮ পয়েন্ট। বেলা ১০টা ৪০ মিনিটে সূচক ৩১ পয়েন্ট বাড়ে। এরপর সূচক বাড়ার প্রবণতা কমতে থাকে। বেলা ১০টা ৪৫ মিনিটে সূচক গত কার্যদিবসের চেয়ে ২৬ পয়েন্ট বাড়ে। বেলা ১০টা ৫০ মিনিটে সূচক আগের কার্যদিবসের চেয়ে ২৪ পয়েন্ট বাড়ে। বেলা ১০টা ৫৫ মিনিটে সূচক ২০ পয়েন্ট বাড়ে। এরপর সূচক আবার বাড়তে থাকে। বেলা ১১টায় সূচক ২৩ পয়েন্ট বাড়ে। বেলা সাড়ে ১১টায় সূচক ২৬ পয়েন্ট বেড়ে যায় এবং বেলা ১২টায় সূচক ২২ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৪ হাজার ৭১৪ পয়েন্টে।

অন্যদিকে, ডিএসই-৩০ সূচক ৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৬৫৩ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহ সূচক ৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৮৩ পয়েন্টে।

এদিন বেলা ১২টা পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ১৭৩ কোটি ৫২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। একই সময়ে গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৬১ কোটি ৭৫ লাখ টাকা।

একই সময়ে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ১৬৯টির, কমেছে ৮২টির এবং অপরিবর্তীত রয়েছে ৬৫টি কোম্পানির শেয়ারের দাম।

এদিন বেলা ১২টা পর্যন্ত ডিএসইতে দাম বৃদ্ধি পাওয়া শীর্ষ ১০ কোম্পানির তালিকায় আছে- বিকন ফার্মা, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স, গ্রামীণফোন, ন্যাশনাল টিউবস, ফেডারেল ইন্স্যুরেন্স, সোনার বাংলা ইন্স্যুরেন্স, এশিয়া ইন্স্যুরেন্স, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, ন্যাশনাল পলিমার এবং বাংলাদেশ সাবমেরিন কেবল।

সিএসই

অন্যদিকে, একই সময়ে সিএসসিএক্স ৩৫ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৭০৫ পয়েন্টে, সিএসই-৩০ সূচক ১১১ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৫৭৪ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৫৭ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৩২০ পয়েন্টে অবস্থান করছে।

এদিন বেলা ১২টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ৪ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

একই সময়ে দাম বাড়ার ভিত্তিতে সিএসইর শীর্ষ কোম্পানিগুলো হলো- মিথুন নিটিং, পিপলস ইন্স্যুরেন্স, মতিন স্পিনিং, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স, সিলকো ফার্মা, এমএল ডায়িং, তাল্লু স্পিনিং, একমি ল্যাবরটরিজ, বে লিজিং এবং সি পার্ল হোটেল।

এ সম্পর্কিত আরও খবর