প্রগতি লাইফের মানহানির মামলায় সাংবাদিকের খালাস

ব্যাংক বীমা, অর্থনীতি

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-23 08:11:40

প্রগতি লাইফ ইনস্যুরেন্সের করা মানহানির মামলা থেকে খালাস পেয়েছেন সাংবাদিক মোস্তাফিজুর রহমান টুংকু। 'প্রগতি লাইফের প্রভাবশালী কর্মকর্তা আলহাজ জাহাঙ্গীর আলম গাড়ি চুরির মামলায় গ্রেফতার' শীর্ষক সংবাদ প্রকাশের পর মোস্তাফিজুর রহমান টুংকুসহ কোম্পানির পক্ষ থেকে পাঁচজনের বিরুদ্ধে মামলা করা হয়।

বুধবার (৯ অক্টোবর) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২১ এর বিচারক সাদবীর ইয়াছির আহমাদ চৌধুরী খালাসের এ আদেশ দেন।

২০১১ সালে মামলাটি দায়ের করা হয়। সাংবাদিক টুংকু তখন পাক্ষিক ব্যাংক-বিমা পত্রিকার রিপোর্টার ছিলেন। বর্তমানে ইনস্যুরেন্সনিউজবিডি'র সম্পাদক ও প্রকাশক। গাড়ি চুরির একটি মামলায় জাহাঙ্গীর আলমের গ্রেফতারের পাশাপাশি ভুয়া ব্যবসা দেখিয়ে কমিশনের নামে কোটি টাকা হাতিয়ে নেওয়ার কথাও তুলে ধরা হয় ওই সংবাদে।

এতে জাহাঙ্গীর আলম তার মানহানি হয়েছে বলে একটি মানহানির মামলা দায়ের করেন। পরবর্তীতে মামলায় ৫০০, ৫০১ ও ৫০২ ধারায় চার্জ গঠন করা হয়। আদালত মামলাটির নথিপত্র পর্যালোচনা করে বুধবার আসামিদের বেকসুর খালাস দেন।

আসামিপক্ষের আইনজীবী মোহাম্মদ জাহেদুল ইসলাম জানান, মামালাটি যে হয়রানিমূলক তা মামলার রায়ের মাধ্যমেই প্রমাণিত হয়েছে।

উল্লেখ্য, একই সংবাদে মানহানির অভিযোগ এনে অপর মামলা করেন প্রগতি লাইফের সাবেক মুখ্য নির্বাহী কর্মকর্তা জাফর হালিম। মামলাটি গত মে মাসে খারিজ করে দিয়েছেন ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর ২১ নং আদালত।

এ সম্পর্কিত আরও খবর