নতুন অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি  ৭.৮ , মূল্যস্ফীতি  ৫.৬ শতাংশ

, অর্থনীতি

স্টাফ করেসপন্ডেন্ট। বার্তা২৪.কম | 2023-08-28 17:42:03

ঢাকা: ২০১৮-১৯ অর্থ বছরের প্রস্তাবিত জাতীয় বাজেটে সাত দশমিক আট শতাংশ জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জনের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। একই সঙ্গে নতুন অর্থবছরে মূল্যস্ফীতির লক্ষমাত্রা ধরা হয়েছে ৫.৬ শতাংশ।

বৃহস্পতিবার (৭ জুন) দুপুরে জাতীয় সংসদ ভবনে বাজেট অধিবেশনে তিনি এই প্রস্তাব পেশ করেছেন।

বাজেট অধিবেশনে চার লাখ ৬৪ হাজার ৫৭৩ কোটি টাকার বাজেট প্রস্তাব করেন মুহিত। চলতি অর্থ বছরের তুলনায় ২৫ শতাংশ আকার বেড়েছে প্রস্তাবিত বাজেটের।

জাতীয় বাজেট সূত্রে জানা যায়, ২০১৭-১৮ বাজেটে ৭ দশমিক ৪ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল। এছাড়া ২০১৬-১৭ জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য ধরা হয়েছিল ৭ দশমিক ২ শতাংশ।

 

 

এ সম্পর্কিত আরও খবর