পুঁজিবাজারে না আসলে ৩১ বিমা কোম্পানির লাইসেন্স বাতিল: অর্থমন্ত্রী

ব্যাংক বীমা, অর্থনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-31 22:34:28

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, 'তিন মাসের মধ্যে পুঁজিবাজারের আওতায় না আসলে ৩১ বিমা কোম্পানির লাইসেন্স বাতিল করা হবে। দেশে জীবন বিমা ও সাধারণ বিমা মিলিয়ে মোট ৭৮টি বিমা কোম্পানি রয়েছে। এরমধ্যে ৪৭টি বিমা কোম্পানি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়েছে। বাকি ৩১টি কোম্পানি এখনো পুঁজিবাজারে তালিকাই আসেনি।'

রোববার (১৫ সেপ্টেম্বর) দুপুরে পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভা শেষে ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান শফিকুর রহমান পাটোয়ারী, সদস্য এবং বিমা কোম্পানির চেয়ারম্যান ও প্রধান মুখ্য নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে এ মতবিনিময় সভা করেন অর্থমন্ত্রী।

অর্থমন্ত্রী বলেন, 'তিন মাসের মধ্যে পুঁজিবাজারের আওতায় না আসা কোম্পানিগুলোকে প্রথমে সাসপেন্ড করা হবে, এর পরে সাময়িক সনদ বাতিল, তারপর মার্জার অ্যান্ড এমারগেশন করা হবে। শেষ ধাপে স্থায়ীভাবে সনদ বাতিল করা হবে।'

পুঁজিবাজারে না আসলে ২৮ বিমা কোম্পানির লাইসেন্স বাতিল

 

মন্ত্রী বলেনে, 'সরকার একটা উদ্দেশ্যকে সামনে নিয়ে বিমা কোম্পানিগুলোকে লাইসেন্স দিয়ে থাকে। যদি সরকারের সেই উদ্দেশ্য পূরণ না করে তাহলে তাদের লাইসেন্স বাতিল করা হবে।'

বিমা খাতের প্রশংসা করে মন্ত্রী বলেন ,'আগে বিমা খাত নিয়ে নানা অপপ্রচার শুনেছেন। এখন বিমা খাতের আর সে অবস্থা নেই। এই খাত এখন ঘুরে দাঁড়িয়েছে। বিমা সেক্টরে মানুষের আস্থা ফিরেছে। সেই হিসেবে আগামী পহেলা মার্চ থেকে জাতীয় বীমা দিবস পালন করা হবে।'

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত মতবিনিময় সভায় বিমা প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর