কমিউনিটি ব্যাংক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ব্যাংক বীমা, অর্থনীতি

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-24 11:17:52

পুলিশের মালিকানাধীন বিশেষ ব্যাংক কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সমাজের সর্বস্তরের মানুষের দোরগোড়ায় ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়াই ব্যাংকটির লক্ষ্য।

বুধবার (১১ সেপ্টেম্বর) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ব্যাংকটি উদ্বোধন করেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে অনেকের মধ্যে অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল কামাল, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া, পুলিশের মহাপুলিশ পরিদর্শক (আইজিপি) ড. মোহম্মদ জাবেদ পাটোয়ারী উপস্থিত ছিলেন।

কমিউনিটি ব্যাংকের করপোরেট শাখা গুলশান ও রাজারবাগ পুলিশ লাইন্স অডিটোরিয়াম থেকে পুলিশ কর্মকর্তারা এ ভিডিও কনফারেন্সে অংশ নেন।

ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, পুলিশের মালিকানাধীন ব্যাংকটির মাধ্যমে সাইবার সিকিউরিটি নিশ্চিত করার মাধ্যমে অর্থের নিরাপদ প্রবাহ নিশ্চিত করা, আধুনিক ও দ্রুত সেবা দিতে মোবাইল অ্যাপের মাধ্যমে ব্যাংকিং সেবা দেওয়া, কমিউনিটি ভিত্তিক স্বতন্ত্র ব্যাংক সেবা দেওয়া এবং প্রত্যন্ত এলাকায় আধুনিক ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়াই তাদের লক্ষ্য।

ব্যাংকটি ২০১৮ সালের ১ নভেম্বর লাইসেন্স পায়। বর্তমানে ঢাকার গুলশান, মতিঝিলসহ সারাদেশে ব্যাংকটির মোট ছয়টি শাখা রয়েছে। ব্যাংকটির পরিশোধিত মূলধন ৪০০ কোটি টাকা। এ টাকা পুলিশ সদস্যদের স্বেচ্ছায় দেওয়া চাঁদার মাধ্যমে সংগ্রহ করা হয়েছে বলে জানানো হয়।

এ সম্পর্কিত আরও খবর