মঙ্গলবার ব্যাংক-পুঁজিবাজারের লেনদেন বন্ধ

বিবিধ, অর্থনীতি

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-11 20:38:55

পবিত্র আশুরা উপলক্ষে মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দেশের দুই পুঁজিবাজার, ব্যাংক, বিমাসহ আর্থিক প্রতিষ্ঠানের অফিসিয়াল কার্যক্রম ও লেনদেন বন্ধ থাকবে। হিজরি ১৪৪১ সনের ১০ মহররম উপলক্ষে এসব প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিষয়টি বার্তাটোয়েন্টিফোর.কম-কে নিশ্চিত করেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালক মিনহাজ মান্নান ইমন ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে এমডি গোলাম ফারুক।

জানা গেছে, ১০ মহররম মুসলিম উম্মাহর জন্য এক তাৎপর্যময় ও শোকাবহ দিন। হিজরি ৬১ সনের এই দিনে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হজরত ইমাম হোসাইন (রা.) ও তাঁর পরিবারের সদস্যরা ইয়াজিদের সৈন্যদের হাতে কারবালার ময়দানে শহীদ হন।

দিনটিকে যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য সরকারি-আধাসরকারিসহ দেশের সব প্রতিষ্ঠান, অফিস ও আদালতের কার্যক্রম বন্ধ থাকবে। একই সঙ্গে বন্ধ থাকবে শেয়ারবাজারের লেনদেন। দেশব্যাপী বিভিন্ন ধর্মীয় সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে।

এ সম্পর্কিত আরও খবর