পুঁজিবাজারে সূচক বাড়ছে

পুঁজিবাজার, অর্থনীতি

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-27 06:08:29

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (৯ সেপ্টেম্বর) সূচক ওঠানামায় চলছে এদিনের লেনদেন কার্যক্রম। এদিন বেলা ১১টা পর্যন্ত ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১১ পয়েন্ট এবং সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স বেড়েছে ২৮ পয়েন্ট।

এছাড়াও একই সময়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৭৯ কোটি ৯২ লাখ টাকা এবং সিএসইতে লেনদেন হয়েছে এক কোটি ৩৪ লাখ টাকা।

ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই

এদিন ডিএসইতে লেনদেনের শুরুতে সূচক বাড়ে। লেনদেনের শুরু হয় সাড়ে ১০টায়, শুরুতেই সূচক বেড়ে যায়। প্রথম ৫ মিনিটেই ডিএসইএক্স সূচক বাড়ে ৯ পয়েন্ট। বেলা ১০টা ৪০ মিনিটে সূচক বাড়ে ১০ পয়েন্ট। এরপর থেকে সূচক বাড়ার প্রবণতা কমতে থাকে। বেলা ১০টা ৪৫ মিনিটে সূচক ৫ পয়েন্ট বাড়ে। বেলা ১০টা ৫০ মিনিটে সূচক ৩ পয়েন্ট বাড়ে। এরপর সূচক আবার বাড়তে থাকে। বেলা ১০টা ৫৫ মিনিটে সূচক ৭ পয়েন্ট বাড়ে। বেলা ১১টায় সূচক ১১ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৫ হাজার ৪৪ পয়েন্টে।

অন্যদিকে, ডিএসই-৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৭৭০ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহ সূচক ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ১৭১ পয়েন্টে।

এদিন বেলা সাড়ে ১১টা পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ৫৯ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। একই সময়ে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ১০১টির, কমেছে ১০৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৩টি কোম্পানির শেয়ারের দাম।

এদিন বেলা সাড়ে ১১টা পর্যন্ত ডিএসইতে দাম বৃদ্ধি পাওয়া শীর্ষ দশ কোম্পানির তালিকায় আছে- ন্যাশনাল টিউবস, ইউনাইটেড পাওয়ার, গ্রামীণ ফোন, মুন্নু স্টাফলারস, ইবনেসিনা, মুন্নু সিরামিকস, স্টাইল ক্রাফট, আইটিসি, উত্তরা ব্যাংক এবং বিকন ফার্মা।

সিএসই

অন্যদিকে, একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ সূচক (সিএসইএক্স) ২৮ পয়েন্ট বেড়ে ৯ হাজার ৩১৩ পয়েন্টে, সিএসই-৩০ সূচক ২০ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৪৩৪ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৪৬ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৩৩৮ পয়েন্টে অবস্থান করে।

এদিন বেলা ১১টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে এক কোটি ৮৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

একই সময়ে দাম বাড়ার ভিত্তিতে সিএসই’র শীর্ষ কোম্পানিগুলো হলো- মার্কেন্টাইল ইনস্যুরেন্স, ভিএফএসটিডিএল, ন্যাশনাল ফিড মিল, ন্যাশনাল পলিমার, গ্রামীণ ফোন, ওরিয়ন ইনফিউশন, আইটিসি, ইউনিট হোটেল, ইবনেসিনা এবং কেটিএল।

এ সম্পর্কিত আরও খবর