সড়ক নিরাপত্তায় বাংলাদেশকে মডেল হিসেবে দেখতে চায় বিশ্বব্যাংক

বিবিধ, অর্থনীতি

সেন্ট্রাল ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-31 15:36:20

সড়ক নিরাপত্তায় বিশ্বব্যাংক বাংলাদেশকে একটি মডেল দেশ হিসেবে দেখতে চায় বলে জানিয়েছেন সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর (বাংলাদেশ-ভুটান) মার্সি টেম্বন।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর শেরে বাংলা নগরে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মার্সি টেম্বনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এ কথা বলেন।

মার্সি টেম্বন বলেন, 'বাংলাদেশ অকল্পনীয় উন্নতি সাধন করেছে। বাংলাদেশের অবকাঠামোগত সুবিধাসহ আর্থিক বিষয়ে ব্যাপক উন্নত হয়েছে। তবে সড়কের নিরাপত্তার বিষয়টি বিশ্বব্যাংক অত্যন্ত জোর দিচ্ছে। সড়ক নিরাপত্তায় বাংলাদেশকে একটি মডেল দেশ হিসেবে দেখতে চায় বিশ্বব্যাংক বিশ্বব্যাংকের আঞ্চলিক ভাইস প্রেসিডেন্ট হাডিন শেফার ও জাতিসংঘের সড়ক নিরাপত্তা বিষয়ক মুখপাত্র চলতি মাসের এ লক্ষ্যে বাংলাদেশে ভ্রমণ করবেন।'

তিনি বলেন, 'নদী, পানি ও ব্লু ইকোনোমিতে বাংলাদেশকে আর্থিক সহায়তা দেওয়া হবে। মূলত আমি বাংলাদেশকে বিশ্বের কাছে ব্র্যান্ডিং করতে এসেছি। ব্লু-ইকোনোমির ৮৮ শতাংশ কাজে লাগানোর সুযোগ রয়েছে।'

সাক্ষাৎ শেষে সাংবাদিকদের অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা বলেন, 'বিশ্বব্যাংক আমাদের উন্নয়ন সহযোগীদের মধ্যে অন্যতম। বিশ্বব্যাংকের সহযোগিতায় আমাদের অনেকগুলো চলমান প্রকল্প রয়েছে। এগুলো আমরা নির্ধারিত সময়ের মধ্যেই শেষ করব।'

তিনি আরও বলেন, 'সড়কের নিরাপত্তার বিষয়টি বিশ্বব্যাংক অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। এ খাতে বিশ্বব্যাংক বাংলাদেশে প্রকল্প তৈরি ও অর্থায়নে প্রস্তুত। যত অর্থের প্রয়োজন হোক না কেন তা দিতে প্রস্তুত বিশ্বব্যাংক।'

এ সম্পর্কিত আরও খবর