২০২০ সালে দেশের মাথাপিছু আয় হবে ভারতের সমান

ব্যবসা-বাণিজ্য, অর্থনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-26 12:20:46

আগামী বছরে ২০২০ সালে বাংলাদেশের মাথা পিছু আয় ভারতের সমান হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বুধবার (০৪ সেপ্টেম্বর) অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ১৫তম সভা শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, ভারতের পত্রিকা বিজনেস স্ট্যান্ডার্ড লিখেছে ২০২০ সালের মধ্যে বাংলাদেশের মাথাপিছু আয় হবে ভারতের সমান।

অর্থমন্ত্রী বলেন, একটা দেশের অর্থনীতি কতটা শক্তিশালী তা নির্ভর করে টাকার মান উঠা-নামার ওপর। সেখানে আমরা ভালো অবস্থানে আছি। আমাদের পুঁজিবাজারে বিনিয়োগ নেই, এফডিআই কম, সরকারি কোষাগারে টাকার পরিমাণও কম। এছাড়া আমরা যা রফতানি করি তা মধ্যম শ্রেণির। তবে আমরা ভারতের থেকে ভালো আছি।

মুস্তফা কামাল বলেন, গত ১০ বছরে এক মিনিটের জন্য আমাদের অর্থনীতি পিছনের দিকে যায়নি। মুল্যস্ফীতি আমাদের নিয়ন্ত্রণে আছে। আমাদের বাজেট অনেক বেশি থাকে। সব টাকা সরকারের হাত থেকে যাচ্ছে। তবে আমাদের লক্ষ্য রাখতে হবে আমরা কোন অবস্থানে আছি। আমরা বর্তমানে জিডিপি প্রবৃদ্ধিতে সবার উপরে আছি। এটা অস্বীকার করার সুযোগ নেই। আমাদের জিডিপির আকার বেড়ে গেছে। বছরের কোনো সময়ই কমেনি।

এ সম্পর্কিত আরও খবর