১০ হাজার এজেন্ট নিয়োগ দেবে ডেল্টা লাইফ

ব্যাংক বীমা, অর্থনীতি

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-22 00:15:51

নতুন করে ১০ হাজারের বেশি এজেন্ট নিয়োগ দেবে পুঁজিবাজারে তালিকাভুক্ত ডেল্টা লাইফ ইনস্যুরেন্স লিমিডেট। নিয়োগের পরপরই তাদেরকে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হবে।

মঙ্গলবার (৩ সেপ্টম্বর) খুলনায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে নতুন এজেন্ট নিয়োগের কথা জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা আদিবা রহমান।

তিনি বলেন, 'বেশিরভাগ মানুষকে বিমা সুবিধার আওতায় নিয়ে আসার লক্ষে দেশজুড়ে ১০ হাজার নতুন এজেন্ট নিয়োগ দেওয়া হবে। এক্ষেত্রে অনভিজ্ঞ মেধাবী তরুণদের অগ্রাধিকার দেবে ডেল্টা লাইফ। প্রয়োজনীয় প্রশিক্ষণের মাধ্যমে বিমা খাতে দক্ষ জনশক্তি তৈরির প্রয়াসে এই পদক্ষেপ নিয়েছি।'

আদিবা রহমান বলেন, 'বিমা খাতে এজেন্টরাই একটি প্রতিষ্ঠানের প্রাণ। ভালো এজেন্টরা যেমন বিমা সেবার প্রসারে সবচেয়ে অগ্রণী ভূমিকা রাখতে সক্ষম, তেমনি এজেন্টের অভাবে বিমার প্রসার স্তিমিত হয়ে যেতে পারে। পেশা হিসেবে বিমা এজেন্টদের রয়েছে অপার সম্ভাবনা। দেশের বেকারত্ব সংকট নিরসনেও অগ্রণী ভূমিকা রাখতে পারে বিমা খাত।'

তিনি আরও বলেন, 'পেশা হিসেবে বিমা খাতের সম্ভাবনা তুলে ধরার প্রয়াসে দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজনে কাজ করবে ডেল্টা লাইফে। তরুণ এজেন্টরা সহজেই প্রতিমাসে ১৫-২৫হাজার টাকা পর্যন্ত আয় করতে সক্ষম হবে। যা পর্যায়ক্রমে এজেন্টের দক্ষতা ও কর্মপরিধির ওপর ভিত্তি করে বৃদ্ধি পাবে।'

এ সম্পর্কিত আরও খবর