ডিএসই'র সূচক নিম্নমুখী, ঊর্ধ্বমুখী সিএসইতে

পুঁজিবাজার, অর্থনীতি

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-22 20:18:28

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সূচক কমে চলছে এদিনের লেনদেন কার্যক্রম। তবে অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচক সামান্য বাড়ছে। এদিন বেলা ১১টা পর্যন্ত ডিএসই'র প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ১০ পয়েন্ট এবং সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স বেড়েছে ৪ পয়েন্ট।

এছাড়াও একই সময়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৬৭ কোটি ২৮ লাখ টাকা এবং সিএসইতে লেনদেন হয়েছে ৮৪ লাখ টাকা।

ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই

এদিন ডিএসইতে লেনদেনের শুরুতে সূচক বাড়ে। লেনদেনের শুরু হয় সাড়ে ১০টায়, শুরুতেই সূচক বেড়ে যায়। প্রথম ৫ মিনিটেই ডিএসইএক্স সূচক বাড়ে ৪ পয়েন্ট। বেলা ১০টা ৪০ মিনিটে সূচক বাড়ে ৫ পয়েন্ট। এরপর থেকে সূচক বাড়ার প্রবণতা কমতে থাকে। বেলা ১০টা ৪৫ মিনিটে সূচক ১ পয়েন্ট কমে। বেলা ১০টা ৫০ মিনিটে সূচক ২ পয়েন্ট কমে। বেলা ১০টা ৫৫ মিনিটে সূচক ৩ পয়েন্ট কমে। বেলা ১১টায় সূচক ৯ পয়েন্ট কমে দাঁড়ায় ৫ হাজার ২৪ পয়েন্টে।

অন্যদিকে, ডিএসই-৩০ সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৭৭০ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহ সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ১৬৯ পয়েন্টে।

এদিন বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ৬৭ কোটি ২৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। একই সময়ে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ১৩২টির, কমেছে ১১০টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৯টি কোম্পানির শেয়ারের দাম।

বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে দাম বৃদ্ধি পাওয়া শীর্ষ দশ কোম্পানির তালিকায় রয়েছে- মুন্নু সিরামিকস, মুন্নু স্টাফলারস, স্টাইল ক্রাফটস, আইটিসি, বাংলাদেশ শিপিং করপোরেশন, স্ট্যান্ডার্ড সিরামিকস, ওয়াটা কেমিক্যাল, লিগ্যাসি ফুটওয়্যার, রেকিট বেঞ্চকিজার এবং ইউনাইটেড পাওয়ার।

সিএসই

অন্যদিকে, একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ সূচক (সিএসইএক্স) ৪ পয়েন্ট বেড়ে ৯ হাজার ৩৫৯ পয়েন্টে, সিএসই-৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৫৭৯ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৪ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৪১৭ পয়েন্টে অবস্থান করছে।

এদিন বেলা ১১টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ৮৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

একই সময়ে দাম বাড়ার ভিত্তিতে সিএসই'র শীর্ষ কোম্পানিগুলো হলো- এইচএফএল, সেন্ট্রাল ইনস্যুরেন্স, ওরিয়ন ফার্মা, এফইকেডিআইএল, বিডি থাই, ভিএফএসটিডিএল, কাশেম ইন্ডাস্ট্রিজ, ইউনিয়ন ক্যাপিটাল, ইস্টার্ন হাউজিং এবং ইনটেক অনলাইন।

এ সম্পর্কিত আরও খবর