ডিএসইতে প্রধান সূচক ৩৮, সিএসইতে কমেছে ৫৪ পয়েন্ট

পুঁজিবাজার, অর্থনীতি

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-27 13:09:09

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসইর) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২৮ আগস্ট) সূচক কমে শেষ হয়েছে এ দিনের লেনদেন কার্যক্রম। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৩৮ পয়েন্ট এবং সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স কমেছে ৫৪ পয়েন্ট।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৪৫৬ কোটি ৭১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪৬৭কোটি ৭৫ লাখ টাকা। আর সিএসইতে লেনদেন হয়েছে ১৩ কোটি ৬৩ লাখ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ২৩ কোটি ৫৫ লাখ শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই

এদিন ডিএসইতে লেনদেনের শুরুতে সূচক বাড়ে। লেনদেনের শুরু হয় সাড়ে ১০টায়, শুরুতেই সূচক বেড়ে যায়। প্রথম ৫ মিনিটেইডিএসইএক্স সূচক বাড়ে ৮ পয়েন্ট। বেলা ১০টা ৪০ মিনিটে সূচক বাড়ে ১৭ পয়েন্ট। বেলা ১০টা ৪৫ মিনিটে সূচক ২০ পয়েন্ট বাড়ে। বেলা ১০টা ৫০ মিনিটে সূচক ১৮ পয়েন্ট বাড়ে। বেলা ১০টা ৫৫ মিনিটে সূচক ১৯ পয়েন্ট বাড়ে। বেলা ১১টায় সূচক ২২ পয়েন্ট বাড়ে। এরপর থেকে সূচক বাড়ার প্রবণতা কমতে থাকে। বেলা সাড়ে ১১টার দিকে সূচক ৬ পয়েন্ট বাড়ে। এরপর সূচক নেতিবাচক হতে থাকে। বেলা ১২টায় সূচক ৫ পয়েন্ট কমে, বেলা ১টায় ডিএসইএক্স ২৫ পয়েন্ট কমে। বেলা ২টায় সূচক ৩৭ পয়েন্ট কমে। কিন্তু বেলা আড়াইটায় লেনদেন শেষে ডিএসইএক্স সূচক ৩৮ পয়েন্ট কমে ৫ হাজার ১৩৯ পয়েন্টে অবস্থান করে।

অন্যদিকে, ডিএসই-৩০ সূচক ১১ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৮১৭ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহ সূচক ৫ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ১৯২ পয়েন্টে। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৪৫৬ কোটি ৭১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।

লেনদেন শেষে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ৫৯টির, কমেছে ২৬২টি এবং অপরিবর্তিত রয়েছে২৯টি কোম্পানির শেয়ারের দাম।

বুধবার দাম বৃদ্ধির ভিত্তিতে ডিএসই’র শীর্ষ দশ কোম্পানির তালিকায় আছে- ইউনাইটেড পাওয়ার, ন্যাশনাল টিউবস, মুন্নু সিরামিকস, ওয়াটা কেমিক্যাল, জেএমআই সিরিঞ্জ, গ্লোবাল ইনস্যুরেন্স, সিলকো ফার্মা, ব্রিটিশ আমেরিকান টোবাকো এবং বিকন ফার্মা।

সিএসই

অন্যদিকে, লেনদেন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএসইএক্স ৫৪ পয়েন্ট কমে ৯ হাজার ৫৫৪ পয়েন্টে অবস্থান করছে। সিএসই-৩০ সূচক ৬৩ পয়েন্ট কমে ১৩ হাজার ৮২০ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৮৮ পয়েন্ট কমে ১৫হাজার ৭৩৫ পয়েন্টে অবস্থান করে।

লেনদেন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ১৩ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

এদিন দাম বাড়ার ভিত্তিকে সিএসই’র শীর্ষ কোম্পানিগুলো হলো- ফার্স্ট প্রাইম মিউচ্যুয়াল ফান্ড, এমারেল্ড অয়েল, রংপুর ফাউন্ড্রি, ইমাম বাটন, মাইডাস ফাইন্যান্স, তাল্লু স্পিনিং, ফারইস্ট ফাইন্যান্স, জাহিন টেক্সটাইল, সিএনএ টেক্সটাইল এবং পিএফ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড।

এ সম্পর্কিত আরও খবর