৩২০ কোটি টাকার বিমা দাবি পরিশোধ করল ডেল্টা লাইফ

ব্যাংক বীমা, অর্থনীতি

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-26 19:59:00

৬ মাসে গ্রাহকদের ৩২০ কোটি টাকার বিমা দাবি পরিশোধ করেছে বেসরকারি জীবন বিমা কোম্পানি ডেল্টা লাইফ ইনন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

প্রতিষ্ঠানটি চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়ে ৪৪ হাজার ৭৬৯ জন গ্রাহকের বিমা দাবি বাবদ এ অর্থ পরিশোধ করেছে।

কোম্পানিটি দেওয়া তথ্য মতে জানা যায়, ৪৪ হাজার ৭৬৯টি বিমা দাবির মধ্যে ৩১ হাজার ২৮২ জন গ্রাহকের মেয়াদপূর্তি, ১ হাজার ৩০৪ জনের পরিবারকে মৃত্যুদাবি এবং ১২ হাজার ১৮৩ জন বিমা গ্রাহককে স্বাস্থ্যসেবা খরচ বাবদ ওই পরিমাণ অর্থ পরিশোধ করা হয়েছে।

টাকার অংকে মেয়াদপূর্তিতে বিমা দাবি বাবদ ১৫১ কোটি টাকা, মৃত্যুবিমা দাবি বাবদ ৫ কোটি ৯২ লাখ টাকা এবং চিকিৎসা বিমার খরচ হিসাব বাবদ ১৪ কোটি ৯২ লাখ টাকা পরিশোধ করেছে ডেল্টা লাইফ।

এ বিষয়ে ডেল্টা লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা আদিবা রহমান বলেন, ৩ হাজার ৮৭৮ কোটি টাকার শক্তিশালী লাইফ ফান্ড ডেল্টা লাইফের। যা প্রতিষ্ঠানের বিমা দাবি পরিশোধে সক্ষম। ডেল্টা লাইফ সবসময়ই যেকোনো দাবি পরিশোধে এবং গ্রাহকদের স্বার্থ রক্ষায় সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকে।

তিনি বলেন, বিমা গ্রাহকদের সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করতে ডেল্টা লাইফ সর্বদাই প্রতিশ্রুতিবদ্ধ। বর্তমানে প্রায় ১৫ লাখ গ্রাহককে ২০ হাজারের অধিক এজেন্টের মাধ্যমে নিয়মিত সেবা দিয়ে চলেছে ডেল্টা লাইফ। সময়মতো বিমাদাবি পরিশোধে প্রতিষ্ঠানটি সবসময়ই সচেষ্ট। বিগত বছরগুলোতে প্রতিষ্ঠানটি নিয়মিত ৫০০ কোটি টাকার বেশি পরিমাণে বিমা দাবি পরিশোধ করে আসছে।

এ সম্পর্কিত আরও খবর