ব্যাংকিং খাতকে বেগবান করতে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সহায়তা চান অর্থমন্ত্রী

ব্যাংক বীমা, অর্থনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-28 12:40:18

রাষ্ট্রীয় মালিকানাধীন চারটি ব্যাংক চাইলে দেশের ব্যাংকিং খাতকে আরো বেশি বেগবান করতে পারে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

রোববার (২৫ আগস্ট) দুপুরে শেরে বাংলা নগরস্থ পরিকল্পনা মন্ত্রণালয়ে এনইসি সম্মেলন কক্ষে রাষ্ট্রায়ত্ত চার ব্যাংকের চেয়ারম্যান এবং সিইও ব্যবস্থাপনা পরিচালকদের সঙ্গে আলোচনা সভার শুরুতে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, ‘আমরা সোনালী, রূপালী, জনতা এবং অগ্রণী ব্যাংককে আমন্ত্রণ জানিয়েছি। তারা অনেক বড়। তাদের যে এক্সারসাইজ, তাদের যে অবস্থান ব্যাংকিং খাতে; এই চারটি ব্যাংক চাইলেও সার্বিকভাবে আমাদের ব্যাংকিং খাতকে বেগবান রাখতে পারে।’

মুস্তফা কামাল বলেন, ‘আমরা আলোচনায় সুনির্দিষ্টভাবে কিছু রাখিনি। আজকে আমরা একে অপরকে জানব, তাদের জন্য আমাদের শুভ কামনা থাকবে সবসময়। তারা আমাদেরকে একটি কর্মপরিকল্পনা দেবেন, কীভাবে এই ব্যাংকিং খাতকে আরও শক্তিশালী করা যায়, আরও বেগবান করা যায়-এ বিষয়ে আজকে তারা আমাদেরকে অবহিত করবেন। এজন্য আজকে আমরা এখানে বসেছি।’

সভায় ব্যাংকের চেয়ারম্যান, সিইও এবং ব্যবস্থাপনা পরিচালকরা উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর