১০ বছর মেয়াদ বাড়ালো ৬ মিউচ্যুয়াল ফান্ডের

পুঁজিবাজার, অর্থনীতি

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-27 19:04:31

নতুন করে আরও ১০ বছর করে মেয়াদ বাড়লো পুঁজিবাজারে তালিকায়ভুক্ত ছয়টি মিউচ্যুয়াল ফান্ডের। এসব মিউচ্যুয়াল ফান্ডের সম্পদ ব্যবস্থাপক প্রতিষ্ঠান এল আর গ্লোবাল বাংলাদেশ অ্যাসেট ম্যানেজমেন্ট।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

মিউচ্যুয়াল ফান্ডগুলো হলো—এআইবিএল ফার্স্ট ইসলামিক, ডিবিএইচ ফার্স্ট ফান্ড, গ্রিন ডেল্টা ফান্ড, এমবিএল ফার্স্ট ফান্ড, এলআর গ্লোবাল বাংলাদেশ ওয়ান ও এনসিসিবিএল ফান্ড-ওয়ান।

এর মধ্যে এনসিসিবিএল ফান্ড-ওয়ানের ১০ বছর মেয়াদ বাড়িয়ে ২০৩২ সালের ২৩ মে পর্যন্ত করা হয়েছে। এছাড়া এআইবিএল ফার্স্ট ইসলামিক ফান্ড ২০৩১ সালের ৯ জানুয়ারি, ডিবিএইচ ফার্স্ট ফান্ড ২০৩০ সালের ৬ ফেব্রুয়ারি, গ্রিন ডেল্টা ফান্ড ২০৩০ সালের ২৭ সেপ্টেম্বর, এমবিএল ফার্স্ট ফান্ড ২০৩১ সালের ৭ ফেব্রুয়ারি ও এলআর গ্লোবাল বাংলাদেশ ওয়ানের মেয়াদ ২০৩১ সালের ১৮ সেপ্টেম্বর পর্যন্ত করা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর