দ্রুতই উত্তর মেরুতে ওয়াই-ফাই সংযোগ পাবেন এমিরেটস যাত্রীরা

ব্যবসা-বাণিজ্য, অর্থনীতি

সেন্ট্রাল ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-24 21:59:46

যুক্তরাষ্ট্রগামী এমিরেটস যাত্রীরা অদূর ভবিষ্যতে উত্তর মেরু ও আর্কটিক সার্কেলের উপর দিয়ে উড্ডয়নকালে ওয়াই-ফাই, মোবাইল সংযোগ এবং লাইভ টিভি সুবিধা পাবেন।

বুধবার (২১ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এ সব তথ্য নিশ্চিত করা হয়।

বর্তমানে এমিরেটসের প্রতিটি উড়োজাহাজে ওয়াই-ফাই, ভয়েস ও এসএমএস সুবিধা রয়েছে। তবে মেরু অঞ্চলের ওপর দিয়ে ভ্রমণের সময় যুক্তরাষ্ট্রগামী এমিরেটস যাত্রীরা সর্বোচ্চ ৪ ঘণ্টার জন্য এই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। এর মূল কারণ হলো উড়োজাহাজের সঙ্গে সংযোগকারী অধিকাংশ স্যাটেলাইট জিও-ষ্টেশনারী এবং ইকুয়েটরের ওপর অবস্থিত এবং পৃথিবীর উত্তর মেরুর ওপর দিয়ে উড্ডয়নকালে বক্র ভূপৃষ্ঠের জন্য উড়োজাহাজের এন্টেনাগুলো স্যাটেলাইটের সঙ্গে সংযুক্ত হতে পারে না।

এই সমস্যাটি মোকাবিলার লক্ষ্যে এমিরেটস ইনমারস্যাটের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে। দুইটি উপবৃত্তাকার অরবিট স্যাটেলাইটের সাহায্যে উত্তর মেরু অঞ্চলকে ২০২২ সালের মধ্যে কাভারেজের আওতায় আনা হবে।

নতুন এই স্যাটেলাইটগুলো স্থাপনের ফলে এমিরেটস যাত্রীরা মেরু অঞ্চলের ওপরে লাইভ টিভি দেখারও সুযোগ পাবেন। উল্লেখ্য, বর্তমানে এমিরেটসের মোট ১৭৫টি উড়োজাহাজে-সকল বোয়িং ৭৭৭ এবং নির্দিষ্ট কিছু এয়ারবাস এ ৩৮০তে লাইভ টিভি দেখার সুবিধা রয়েছে।

এমিরেটসের সকল উড়োজাহাজে ওয়াই-ফাই সংযোগ রয়েছে এবং সকল শ্রেণির যাত্রীরা ২০ এমবি সৌজন্যমূলক ওয়াই-ফাই ডাটা অথবা দুই ঘণ্টার জন্য সীমাহীন ম্যাসেজ অ্যাপ সুবিধা পেয়ে থাকেন।

এ সম্পর্কিত আরও খবর