চামড়া খাতের শেয়ারের দাম অর্ধেক কমেছে

পুঁজিবাজার, অর্থনীতি

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-22 20:49:42

কোরবানি ঈদ পরবর্তী প্রথম কার্যদিবসে দেশের পুঁজিবাজারে উত্থান হয়েছে। তবে চামড়া খাতের ৫০ শতাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, টাকার অভাবে ট্যানারি মালিকরা কোরবানির কাঁচা চামড়া কিনছেন না। এমন খবরে এই খাতের কোম্পানিগুলোর শেয়ারের নেতিবাচক প্রভাব পড়েছে। তাই দামও কমেছে।

অথচ কোম্পানিগুলো সর্বশেষ অর্থবছরে শেয়ারহোল্ডারদের ভাল লভ্যাংশ দিয়েছে। কোম্পানিগুলো ঋণগ্রস্তও নয়। তারপরও কেবল টাকার অভাবে কাঁচা চামড়া কিনতে পারছে না। এমন খবরের ফলে পুরো সেক্টরের কোম্পানিগুলোতে নেতিবাচক প্রভাব পড়েছে।

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্য মতে, এখন পর্যন্ত ট্যানারি খাতে পুঁজিবাজারে মোট ৬টি কোম্পানি তালিকাভুক্ত রয়েছে। এর মধ্যে রোববার (১৮ আগস্ট) তিন কোম্পানির শেয়ারের দাম শেয়ার প্রতি ৮০ পয়সা থেকে ৪ টাকা পর্যন্ত কমেছে। এগুলো হচ্ছে এপেক্স ট্যানারি, লিগেসি ফুড এবং সমতা লেদার কমপ্লেক্স লিমিটেড।

এর মধ্যে কোনো ব্যাংকে ঋণ না থাকা সমতা লেদারের প্রতিটি শেয়ারের দাম কমেছে ২ টাকা। কোম্পানির রিজার্ভ রয়েছে ২ কোটি ৪০ লাখ ৮১ হাজার টাকার বেশি। তারপরও কেবল কাঁচা চামড়ার দাম কমায় একদিনে শেয়ারটি দাম ২ টাকা কমে ৭১ দশমিক ১০ টাকায় সর্বশেষ লেনদেন হয়েছে।

একইভাবে রোববার লিগেসি ফুডের শেয়ারের দাম কমেছে ৮০ পয়সা। এই শেয়ারটি রোববার সর্বশেষ লেনদেন হয়েছে ১২৬ টাকায়। কোম্পানিটির ২১ কোটি টাকার ব্যাংক ঋণ থাকলেও পৌনে ৭ কোটি টাকার রিজার্ভ রয়েছে। শেয়ারহোল্ডারদের সর্বশেষ অর্থবছরে ভাল লভ্যাংশ দেওয়া হয়েছে।

এছাড়াও এপেক্স ট্যানারি খাতের শেয়ারের দাম ৩ দশমিক ৯০ টাকা কমে রোববার সর্বশেষ বিক্রি হয়েছে ১৩৪ টাকা ১০ পয়সায়। ১৯৮৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিটির ১৭ লাখ টাকার ব্যাংক ঋণ রয়েছে। তারপরও শেয়ারগুলোর দাম কমেছে।

অন্যদিকে, সরাসরি কাঁচা চামড়া না কেনা কোম্পানিগুলোর শেয়ারের দাম বেড়েছে। এগুলো হচ্ছে-এপেক্স ফুটওয়্যার লিমিটেড, বাটাসু লিমিটেড এবং ফরচুন সু লিমিটেড। বর্তমানে শতাধিক কোম্পানি রয়েছে।

উল্লেখ্য, কোরবানির ঈদের দিন থেকে ট্যানারি মালিক ও আড়তদারদের সিন্ডিকেটের ফলে পানির দামে বিক্রি হয়েছে কাঁচা চামড়া। আড়তদাররা বলছেন, তাদের কাছে নগদ টাকা নেই। ফলে চামড়া কিনতে পারছেন না। চামড়ার নিয়ে বিপাকে পড়েছে দেশের এতিম, মিসকিন, মাদরাসাগুলোর কাঁচা চামড়া মালিকরা।

এ সম্পর্কিত আরও খবর