ডিএসইতে প্রধান সূচক বেড়েছ ১৪ পয়েন্ট, সিএসইতে ২৭

পুঁজিবাজার, অর্থনীতি

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-27 18:25:06

দেশের দুই শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবস বৃহস্পতিবার (৮ আগস্ট) সূচক বেড়ে শেষ হয়েছে এ দিনের লেনদেন কার্যক্রম। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১৪ পয়েন্ট এবং সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স বেড়েছে ২৭ পয়েন্ট।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৪১০ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪৪৯ কোটি ৪ লাখ টাকা। আর সিএসইতে লেনদেন হয়েছে ১৬ কোটি ৮১ লাখ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ২২ কোটি ৮৮ লাখ শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই

এদিন ডিএসইতে লেনদেনের শুরুতে সূচক বাড়ে। লেনদেনের শুরু হয় সাড়ে ১০টায়, শুরুতেই সূচক কমে যায়। প্রথম ৫ মিনিটেই ডিএসইএক্স সূচক বাড়ে ৬ পয়েন্ট। এরপর থেকে সূচক ওঠানামা করতে থাকে। বেলা ১০টা ৪০ মিনিটে সূচক বাড়ে ৫ পয়েন্ট। বেলা ১০টা ৪৫ মিনিটে সূচক আগের দিনের অবস্থানে চলে আসে। এরপর সূচক নেতিবাচক হতে শুরু করে। বেলা ১০টা ৫০ মিনিটে সূচক ৩ পয়েন্ট কমে যায়। বেলা ১০টা ৫৫ মিনিটে সূচক ২ পয়েন্ট কমে। এরপর সূচক কমার প্রবণতা আবার কমতে থাকে। বেলা ১১টায় সূচক ১ বাড়ে, বেলা সোয়া ১১টায় সূচক ১০ পয়েন্ট বাড়ে। এরপর সূচক আর কমতে থাকে। বেলা পৌনে ১২টায় সূচক ৬ পয়েন্ট কমে। বেলা ১টায় সূচক 8 পয়েন্ট কমে। এরপর সূচক বাড়তে থাকে। বেলা ২টায় সূচক ৭ পয়েন্ট বাড়ে এবং বেলা আড়াইটায় লেনদেন শেষে ডিএসইএক্স সূচক ১৪ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২০১ পয়েন্টেই অবস্থান করে।

অন্যদিকে, ডিএসই-৩০ সূচক শুন্য দশমিক ৭৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৮৩৭ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ১৯২ পয়েন্টে। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৪১০ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।

লেনদেন শেষে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ২২৮টির, কমেছে ৬৩টি এবং অপরিবর্তিত রয়েছে ৬১টি কোম্পানির শেয়ারের দাম।

বৃহস্পতিবার দাম বৃদ্ধির ভিত্তিতে ডিএসই’র শীর্ষ দশ কোম্পানির তালিকায় আছে- ইউনাইটেড পাওয়ার, কেপিসিএল, জেএমআই সিরিঞ্জ, গ্রামীণ ফোন, ফরচুন সু, বাংলাদেশ শিপিং করপোরেশন, মুন্নু সিরামিকস, বঙ্গজ, বাংলাদেশ সাবমেরিন কেবল এবং স্কয়ার ফার্মা।

সিএসই

অন্যদিকে, লেনদেন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএসইএক্স ২৭ পয়েন্ট বেড়ে ৯ হাজার ৬৬০ পয়েন্টে অবস্থান করছে। সিএসই-৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৯৭৯ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৪৪ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৮৯৬ পয়েন্টে অবস্থান করে।

লেনদেন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ১৬ কোটি ৮১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

এদিন দাম বাড়ার ভিত্তিতের সিএসই’র শীর্ষ কোম্পানিগুলো হলো- এসইএমএল এফবিএসএল জিএফ, এসইএমএর আইবিবিএল এসএফ, রিলায়েন্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, প্রাইম ফাইন্যান্স, ঢাকা ইন্স্যুরেন্স, ভিএএমএল বিডি এমএফ, আইসিবি সোনালী ফার্স্ট, প্রগতি ইন্স্যুরেন্স, এসইএমএল এলইসিএমএফ এবং সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড।

এ সম্পর্কিত আরও খবর