ডিএসইতে প্রধান সূচক বেড়েছে ২৬, সিএসইতে ৫০ পয়েন্ট

পুঁজিবাজার, অর্থনীতি

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-20 12:55:02

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবসে সূচক বেড়ে শেষ হয়েছে দিনের লেনদেন।

মঙ্গলবার (০৬ আগস্ট) ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ২৬ পয়েন্ট এবং সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স বেড়েছে ৫০ পয়েন্ট।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৫৬৮ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪৭৭ কোটি ৩৬ লাখ টাকা। আর সিএসইতে লেনদেন হয়েছে ২৫ কোটি ৩৮ লাখ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ২৬ কোটি ৬০ লাখ শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই
মঙ্গলবার ডিএসইতে লেনদেনের শুরুতে সূচক বাড়ে। লেনদেনের শুরু হয় সকাল সাড়ে ১০টায়, শুরুতেই সূচক কমে যায়। প্রথম ৫ মিনিটেই ডিএসইএক্স সূচক বাড়ে ১৫ পয়েন্ট। বেলা ১০টা ৪০ মিনিটে সূচক বাড়ে ২২ পয়েন্ট। বেলা ১০টা ৪৫ মিনিটে সূচক বাড়ে ২৩ পয়েন্ট। বেলা ১০টা ৫০ মিনিটে সূচক ২৭ পয়েন্ট বাড়ে। বেলা ১০টা ৫৫ মিনিটে সূচক ২৫ পয়েন্ট বাড়ে এবং বেলা ১১টায় সূচক বাড়ে ২৪ পয়েন্ট। দুপুর ১২টায় সূচক ৩৮ পয়েন্ট বাড়ে। বেলা ১টায় সূচক ৩৯ পয়েন্ট বাড়ে।

এরপর সূচক বাড়ার প্রবণতা কমতে থাকে। বেলা ২টায় সূচক ২৯ পয়েন্ট বাড়ে এবং বেলা আড়াইটায় লেনদেন শেষে ডিএসইএক্স সূচক আগের দিনের চেয়ে ২৬ পয়েন্ট বেড়ে ৫ হাজার ১৮৭ পয়েন্টেই অবস্থান করে।

অন্যদিকে, ডিএসই-৩০ সূচক ৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৮৩৬ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৯৪ পয়েন্টে। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৫৬৮ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।

লেনদেন শেষে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ১৭৩টির, কমেছে ১৩৬ এবং অপরিবর্তিত রয়েছে ৪৫টি কোম্পানির শেয়ারের দাম।

মঙ্গলবার দাম বৃদ্ধির ভিত্তিতে ডিএসই’র শীর্ষ দশ কোম্পানির তালিকায় আছে—ইউনাইটেড পাওয়ার, মুন্নু সিরামিকস, বাংলাদেশ শিপিং করপোরেশন, জেএমআই সিরিঞ্জ, আইবিপি, ভিএফএসটিডিএল, কেপিসিএল, ফরচুন সু, বাংলাদেশ সাবমেরিন কেবল এবং স্কায়ার ফার্মা।

সিএসই
অন্যদিকে দিনের লেনদেন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএসইএক্স ৫০ পয়েন্ট বেড়ে ৯ হাজার ৬৪৬ পয়েন্টে অবস্থান করছে। সিএসই-৩০ সূচক ৩৭ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৯১৬ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৮৪ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৮৭২ পয়েন্টে অবস্থান করে।

দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ২৫ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

এদিন দাম বাড়ার ভিত্তিতের সিএসই’র শীর্ষ কোম্পানিগুলো হলো—প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, কেপিপিএল, বেঙ্গল উইন্ডসর, কেপিসিএল, এসএ পোর্ট, সাইফ পাওয়ার, বিচ হ্যাচারি, জেএমআই সিরিঞ্জ, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কর্পোরেশন এবং বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি।

এ সম্পর্কিত আরও খবর