ডেঙ্গু কিটে ভ্যাট মওকুফের ঘোষণা এনবিআরের

ব্যবসা-বাণিজ্য, অর্থনীতি

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-24 00:05:37

ডেঙ্গু জ্বরের টেস্ট কিট ও রি-এজেন্ট আমদানিতে সব ধরনের ভ্যাট মওকুফের ঘোষণা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআরএ)। সোমবার (৫ আগস্ট) এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করেছে এনবিআর।

এনবিআরের সিনিয়র তথ্য অফিসার সৈয়দ এ মুমেন স্বাক্ষরিত সারকুলারে বলা হয়, স্বাস্থ্য ক্ষেত্রে সরকারি সহায়তা বৃদ্ধি ও স্বল্প খরচে জনগণের চিকিৎসা সেবা নিশ্চিত কল্পে সম্প্রতি ডেঙ্গু জ্বরের প্রকোপ বেড়ে যাওয়ায় সরকারি সিদ্ধান্ত অনুসারে এনবিআর ডেঙ্গু টেস্ট কিট, ডেঙ্গু রিএজেন্ট এবং টেস্ট কিট ফর প্লাটিলেট অ্যান্ড প্লাজমার ওপর আরোপিত আমদানি শুল্ক, মূল্য সংযোজন কর আগাম কর এবং অগ্রিম আয়কর অব্যাহতি প্রধান করছে।

এই সুবিধা আগামী ৩১অক্টোবর পর্যন্ত অব্যাহত থাকবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এর আগে ডেঙ্গু পরীক্ষায়- ডেঙ্গু রি-এজেন্ট, প্লাটিলেট ও প্লাজমার কিটের ওপর থেকে আমদানি শুল্ক, মূল্য সংযোজন কর, আগাম কর ও আগাম আয়কর সরকার কর্তৃক অব্যাহতি দিয়েছে বলে অর্থ মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে। এরই আংশ হিসেবে এনবিআর কর্তৃক এ প্রজ্ঞাপন জারি করা হয়।

এ সম্পর্কিত আরও খবর