ডিএসইতে সূচক নিম্নমুখী, সিএসইতে ঊর্ধ্বমুখী

পুঁজিবাজার, অর্থনীতি

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-09-01 06:25:58

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার সূচক কমে চলছে এদিনের লেনদেন কার্যক্রম। তবে অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) বাড়ছে। এদিন বেলা সাড়ে ১১টা পর্যন্ত ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ১৭ পয়েন্ট এবং সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স বেড়েছে ১১ পয়েন্ট।

এছাড়াও একই সময়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১৩৪ কোটি ৯৪ লাখ টাকা এবং সিএসইতে লেনদেন হয়েছে ৮ কোটি ৯৬ লাখ টাকা।

ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই

এদিন ডিএসইতে লেনদেনের শুরুতে সূচক কমে। লেনদেনের শুরু হয় সাড়ে ১০টায়, শুরুতেই সূচক কমে যায়। প্রথম ৫ মিনিটেই ডিএসইএক্স সূচক কমে ৬ পয়েন্ট। বেলা ১০টা ৪০ মিনিটে সূচক বাড়ে ১ পয়েন্ট। বেলা ১০টা ৪৫ মিনিটে সূচক কমে ১ পয়েন্ট। বেলা ১০টা ৫০ মিনিটে সূচক ২ পয়েন্ট কমে। আর বেলা ১০টা ৫৫ মিনিটে সূচক ৭ পয়েন্ট কমে, বেলা ১১টায় সূচক কমে ১ পয়েন্ট এবং বেলা সাড়ে ১১টার ডিএসইএক্স সূচক ১৭ কমে দাঁড়ায় ৫ হাজার ১৫৫ পয়েন্টে।

অন্যদিকে, ডিএসই-৩০ সূচক ৬ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৮৩০ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহসূচক ৮ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ১৮৫ পয়েন্টে।

এদিন বেলা সাড়ে ১১টা পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ১৩৪ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। একই সময়ে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ১০৫টির, কমেছে ১৭৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৫০টি কোম্পানির শেয়ারের দাম।

এদিন বেলা সাড়ে ১১টা পর্যন্ত ডিএসইতে দাম বৃদ্ধি পাওয়া শীর্ষ দশ কোম্পানির তালিকায় আছে- কপার টেক, মুন্নু সিরামিকস, মুন্নু স্টাফলারস, ড্রাগন সোয়েটার, আলহাজ টেক্সটাইল, স্টাইল ক্রাফটস, বাংলাদেশ শিপিং করপোরেশন, ইউনাইটেড পাওয়ার, ফরচুন সু এবং আইবিপি।

সিএসই

অন্যদিকে, একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ সূচক (সিএসইএক্স) ১১ পয়েন্ট বেড়ে ৯ হাজার ৬১১ পয়েন্টে, সিএসই-৩০ সূচক ২৭ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৮৯৯ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৫ পয়েন্ট কমে ১৫ হাজার ৭৮৭ পয়েন্টে অবস্থান করে।

এদিন বেলা সাড়ে ১১টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ৮ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

একই সময়ে দাম বাড়ার ভিত্তিতে সিএসই’র শীর্ষ কোম্পানিগুলো হলো- কপারটেক, সানলাইফ ইনস্যুরেন্স, এসইএমএল এলইসিএমএফ, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স করপোরেশন, ঢাকা ডায়িং, এসইএমএল আইবিবিএল, নর্দান ইনস্যুরেন্স, ইউনাইটেড এয়ার, বারাকা পাওয়ার এবং এটিসিএসএল জিএফ।

এ সম্পর্কিত আরও খবর