বিদেশিরা শেয়ার কিনছে কম, বিক্রি করছে বেশি

, অর্থনীতি

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-25 21:58:59

নতুন অর্থবছরের প্রথম মাসেও প্রবাসী ও বিদেশি বিনিয়োগকারীরা শেয়ার কেনার চেয়ে বিক্রি করছেন বেশি। ফলে আগের মাসের চেয়ে বিনিয়োগ কমেছে ১৬ গুণ। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, চলমান দরপতনের ফলে ভালো কোম্পানিগুলোর শেয়ারে দাম কম থাকার পর বিদেশিরা শেয়ার বিক্রি করে দিচ্ছেন। তার কারণ বিদেশিরা এখনো পুঁজিবাজার নিয়ে আতঙ্কে আছেন। পুঁজিবাজার সহসায় ভালো হচ্ছে এমন ধারণায় আছেন।

ফলে নতুন অর্থাৎ ২০১৯-২০ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে বিদেশিরা ৩০৯ কোটি ৩৬ লাখ ৩৭ হাজার ৮৩৯ টাকার শেয়ার কেনার বিপরীতে ৪৭৪ কোটি ৩ লাখ ৪৬ হাজার ১৮ টাকার শেয়ার বিক্রি করেছেন। অর্থাৎ ১৬৪ কোটি ৬৭ লাখ ৮ হাজার ১৭৯ টাকার শেয়ার বেশি বিক্রি করে দিয়েছেন।

অথচ এর আগের মাস জুনে প্রবাসী ও বিদেশিরা ২৯৪ কোটি ৯৪ লাখ ৪৯ হাজার ৬৫৪টি শেয়ারের বিপরীতে ৩০৫ কোটি ৪৬ লাখ ৫০ হাজার ৯২০টাকার শেয়ার বিক্রি করেছেন। অর্থাৎ সেই মাসে প্রকৃত বিনিয়োগ কমেছিল ১০ কোটি ৫২ লাখ ১ হাজার ২৬৬ টাকা।

সেই হিসেবে জুন মাসের চেয়ে জুলাই মাসে বিদেশিরা ১৫ গুণ অর্থাৎ ১৫৪ কোটি টাকা শেয়ার বেশি বিক্রি করেছেন। আলোচিত মাসে তাদের মোট লেনদেন হয়েছে ৭৮৩ কোটি ৩৯ লাখ ৮৩ হাজার ৮৫৭টাকার।

এ সম্পর্কিত আরও খবর