ডিএসইর রাজস্ব আদায় কমেছে ১৩ শতাংশ

পুঁজিবাজার, অর্থনীতি

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-30 12:15:22

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে জুলাই মাসে সরকারের রাজস্ব আয় কমেছে ১৩ শতাংশ।

বৃহস্পতিবার (১ আগস্ট) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জুলাই মাসে ডিএসই থেকে সরকারকে রাজস্ব আয় হয়েছে ১৯ কোটি ৫০ লাখ টাকা। এর আগের বছর জুলাই মাসে ছিল ২২ কোটি ৪৫ লাখ টাকা। অর্থাৎ গত বছরের একই সময়ের তুলনায় ২ কোটি ৯৫ লাখ টাকা কমেছে। যা শতাংশের হিসেবে ১৩ শতাংশ।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, বিভিন্ন ইস্যুতে দরপতন অব্যহত থাকায় লেনদেন কম হয়েছে। আর তাতে সরকারও রাজস্ব বঞ্চিত হয়েছে।

বিদায়ী মাসে ব্রোকারেজ কোম্পানির শেয়ার ও ইউনিট কেনা বেচা বাবদ লেনদেন থেকে ৮ কোটি ৯৫ লাখ টাকা রাজস্ব আদায় হয়েছে। আর উদ্যোক্তা পরিচালক বা প্লেসমেন্ট শেয়ার বিক্রয় থেকে আদায় হয়েছে ১০ কোটি ৫৫ লাখ টাকা। এ হিসাবে জুলাই মাসে মোট রাজস্ব আদায় হয়েছে ১৯ কোটি ৫০ লাখ টাকা।

অন্যদিকে, ২০১৮ সালের জুলাইয়ে শেয়ার ও ইউনিট লেনদেন থেকে ১৮ কোটি ৬৮ লাখ টাকা আদায় হয়। আর উদ্যোক্তা পরিচালক বা প্লেসমেন্ট শেয়ার বিক্রয় থেকে আদায় হয় ৩ কোটি ৭৭ লাখ টাকা। এ হিসাবে গত বছরের জুলাই মাসে মোট রাজস্ব আদায় হয় ২২ কোটি ৪৫ লাখ টাকা।

এর আগের চলতি বছরের জুন মাসে ডিএসইর মাধ্যমে ১১ কোটি ৬ লাখ টাকার রাজস্ব আদায় হয়। এর মধ্যে শেয়ার ও ইউনিট লেনদেন থেকে ৭ কোটি ৬৫ লাখ টাকা ও উদ্যোক্তা পরিচালক বা প্লেসমেন্ট শেয়ার বিক্রয় থেকে ৩ কোটি ৪১ লাখ টাকা আদায় হয়।

এ সম্পর্কিত আরও খবর