১৫ শতাংশের বেশি এজেন্ট কমিশন দেবে না বিমা কোম্পানি

ব্যাংক বীমা, অর্থনীতি

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-27 02:24:47

১ আগস্ট থেকে ১৫ শতাংশের বেশি এজেন্ট কমিশন দিলেই সাধারণ বিমা কোম্পানিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশের ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) সভাপতি শেখ কবির হোসেন।

বৃহস্পতিবার (১আগস্ট) রাজধানীর ঢাকা ক্লাবে বিআইয়ের বিশেষ সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন তিনি। এ সময় বিআইয়ের নির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

তিনি বলেন, 'বিমা আইন ২০১০ অনুযায়ী প্রিমিয়াম সংগ্রহে এখন থেকে বিমা এজেন্ট ১৫ শতাংশের বেশি কমিশন দিলেই কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অতিরিক্ত কমিশন দেওয়া ও নেয়া দুইটাই অন্যায়। আজ থেকে থেকে কোনো কোম্পানির এই অন্যায়ের সঙ্গে জড়িত হলে, জরিমানা, লাইসেন্স স্থগিত এমনকি লাইসেন্স বাতিল করাও হবে।'

এই সিদ্ধান্তের কারণ হিসেবে তিনি বলেন, 'অতিরিক্ত কমিশনসহ নানাবিধ সমস্যায় বিমা কোম্পানিগুলো আর্থিকভাবে দুর্বল হয়ে পড়েছে। বিমা দাবিও পরিশোধ করতে পারছে না।'

অবশ্য এর আগেই ২০১১ সালে বিমা খাতের নতুন নিয়ন্ত্রক সংস্থা হিসেবে আইডিআরএ গঠিত হওয়ার পর ২০১২ সালেই প্রজ্ঞাপন জারি করে কমিশনের এই হার বেধে দেয়া হয়েছিল। তবে নিয়ন্ত্রক সংস্থা ও বিমা মালিকদের মধ্যে দেখা দেয়া বিরোধের কারণে তা মুখ থুবড়ে পড়ে।

এ বিষয়ে শেখ করিব হোসেন বলেন, 'আমরা অতীতে দিকে ফিরে তাকাতে চাই না। সবকিছু বুঝে শুনেই আমরা এখন এটা (১৫ শতাংশ কমিশন) করছি। সর্বোচ্চ ১৫ শতাংশ কমিশনের বিষয়ে সমস্ত কোম্পানির চেয়ারম্যান ও মুখ্য নির্বাহী কর্মকর্তা, বাংলাদেশ ব্যাংক, অর্থ মন্ত্রণালয় সবাই একমত হয়েছে।'

এতো দিন ১৫ শতাংশের বেশি কমিশন দিয়েছে তারা কি মাফ পেয়ে যাবেন? এমন আর এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, 'অতীতের বিষয়ে আইডিআরএর বিশেষ নিরীক্ষার সুযোগ আছে। বিশেষ নিরীক্ষায় অতিরিক্ত কমিশন দেয়ার চিত্র উঠে আসলে আইন অনুযায়ী কোম্পানির লাইসেন্স বাতিল হওয়ার নিয়মও আছে। জরিমানাতো হবেই।'

এছাড়াও শেখ কবির হোসেন বলেন, 'আগে বাজেটে বিমা খাত নিয়ে কিছু থাকত না। এবারের বাজেটে শস্য বিমাসহ বিভিন্ন বিষয়ে পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে। সবকিছু বিমার আওতায় আনার জন্য সরকারের যেমন ভূমিকা রয়েছে, তেমনি আপনাদেরও (সাংবাদিক) দায়িত্ব আছে। গাড়ির জন্য থার্ড পার্টি বিমা হয়, এটা কোনো বিমা না। এটা বন্ধের জন্য আপনাদের জোরালো ভূমিকা রাখতে হবে।'

এ সম্পর্কিত আরও খবর