পুঁজিবাজারের সূচক বাড়ছে

পুঁজিবাজার, অর্থনীতি

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-31 15:43:28

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবসে সূচক বেড়ে চলছে লেনদেন।

 বৃহস্পতিবার (০১ আগস্ট) বেলা ১১টা পর্যন্ত ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১২ পয়েন্ট এবং সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স বেড়েছে ৩৪ পয়েন্ট।

এছাড়াও একই সময়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৭৮ কোটি ৯২ লাখ টাকা এবং সিএসইতে লেনদেন হয়েছে ১ কোটি ৪২ লাখ টাকা।

ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই
এদিন ডিএসইতে লেনদেনের শুরুতে সূচক বাড়ে। লেনদেনের শুরু হয় সাড়ে ১০টায়, শুরুতেই সূচক কমে যায়। প্রথম ৫ মিনিটেই ডিএসইএক্স সূচক বাড়ে ১৭ পয়েন্ট। বেলা ১০টা ৪০ মিনিটে সূচক বাড়ে ২৪ পয়েন্ট। এরপর থেকে সূচক বাড়ার প্রবণতা কমতে থাকে। বেলা ১০টা ৪৫ মিনিটে সূচক বাড়ে ২৬ পয়েন্ট। বেলা ১০টা ৫০ মিনিটে সূচক ২৫ পয়েন্ট বাড়ে। আর বেলা ১০টা ৫৫ মিনিটে সূচক ১৭ পয়েন্ট বাড়ে এবং বেলা ১১টার ডিএসইএক্স সূচক ১২ বেড়ে দাঁড়ায় ৫ হাজার ১৫১ পয়েন্টে।

অন্যদিকে, ডিএসই-৩০ সূচক এক পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৮২৯ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহসূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৮৪ পয়েন্টে।

এদিন বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ৭৮ কোটি ৯২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। একই সময়ে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ১৯৭টির, কমেছে ৬২টির এবং অপরিবর্তীত রয়েছে ৪৮টি কোম্পানির শেয়ারের দাম।

এদিন বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে দাম বৃদ্ধি পাওয়া শীর্ষ দশ কোম্পানির তালিকায় আছে- মুন্নু সিরামিকস, স্টান্ডার্ড সিরামিকস, ফরচুন সু, স্টাইল ক্রাফটস, জেএমআই সিরিঞ্জ, লিগ্যাসি ফুটওয়্যার, জেনেক্সিল, ন্যাশনাল পলিমার, বাংলাদেশ শিপিং করপোরেশন এবং বিডি ওয়েল্ডিং।

সিএসই
অন্যদিকে, একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ সূচক (সিএসইএক্স) ৩৭ পয়েন্ট বেড়ে ৯ হাজার ৫৯৭ পয়েন্টে, সিএসই-৩০ সূচক ৭ পয়েন্ট কমে ১৩ হাজার ৮৬৮ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৫৪ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৭৭৯ পয়েন্টে অবস্থান করে।

এদিন বেলা ১১টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে এক কোটি ৪২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

একই সময়ে দাম বাড়ার ভিত্তিতের সিএসই’র শীর্ষ কোম্পানিগুলো হলো- এপেক্স ফুড, বিডি ওয়েল্ডিং, গ্রিণ ডেল্টা মিউচ্যুয়াল ফান্ড, পিপলস ইন্স্যুরেন্স, প্রিমিয়ার লিজিং, স্টান্ডার্ড সিরামিকস, ফেডারেল ইন্স্যুরেন্স, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, নাভানা সিএনজি এবং এসআইবিএল।

এ সম্পর্কিত আরও খবর