পুঁজিবাজারে আবারো পতন

পুঁজিবাজার, অর্থনীতি

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-26 09:31:05

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২৪ জুলাই) সূচক কমে লেনদেন চলছে। তবে গত কার্যদিবসে উভয় পুঁজিবাজারে সূচকে বড় উত্থান হয়। এদিন বেলা ১১টা পর্যন্ত ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৫ পয়েন্ট এবং সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স কমেছে ১১ পয়েন্ট।

এছাড়াও একই সময়ে ডিএসইতে মোট ৫৬ কোটি ২৭ লাখ টাকার লেনদেন হয়েছে এবং সিএসইতে এক কোটি ৭৩ লাখ টাকার লেনদেন হয়েছে।

ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই

এদিন ডিএসইতে লেনদেনের শুরুতে সূচক কমে। লেনদেনের শুরু হয় সকাল সাড়ে ১০টায়, শুরুতেই সূচক কমে যায়। প্রথম ৫ মিনিটেই ডিএসইএক্স সূচক কমে ৫ পয়েন্ট। ১০টা ৪০ মিনিটে সূচক কমে ৯ পয়েন্ট। ১০টা ৪৫ মিনিটে সূচক কমে ২২ পয়েন্ট। ১০টা ৫০ মিনিটে সূচক ২৫ পয়েন্ট কমে যায়। এরপর থেকে সূচক কমার প্রবণতা কমতে থাকে। ১০টা ৫৫ মিনিটে সূচক ৯ পয়েন্ট কমে যায়। আর বেলা ১১টায় সূচক মাত্র ৫ পয়েন্ট কমে দাঁড়ায় ৫ হাজার ৭২ পয়েন্টে।

অন্যদিকে, ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করেছে এক হাজার ৮১২ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহসূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করেছে এক হাজার ১৬০ পয়েন্টে।

এদিন বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ৫৬ কোটি ২৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের। একই সময়ে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ১১৭টির, কমেছে ১৬২টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টি কোম্পানির শেয়ারের দাম।

এদিন বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে দাম বৃদ্ধি পাওয়া শীর্ষ দশ কোম্পানির তালিকায় আছে- সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড, এটিসিএসএলজিএফ, সি পার্ল বিচ অ্যান্ড রিসোর্ট, ফরচুন সু, মুন্নু সিরামিকস, পিএফ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, এনএলআই ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ, রূপালী লাইফ ইন্স্যুরেন্স এবং ফাস ফাইন্যান্স।

সিএসই

অন্যদিকে, একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ সূচক (সিএসইএক্স) ১১ পয়েন্ট কমে ৯ হাজার ৪২২ পয়েন্টে, সিএসই-৩০ সূচক ২৪ পয়েন্ট কমে ১৩ হাজার ৭৪৯ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ২০ পয়েন্ট কমে ১৫ হাজার ৪৯৩ পয়েন্টে অবস্থান করে।

এদিন বেলা ১১টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ১ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের।

একই সময়ে দাম বাড়ার ভিত্তিতে সিএসই’র শীর্ষ কোম্পানিগুলো হলো- পিএফ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড, প্রাইম ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, এইএমএল আইবিবিএল সভরেন ফান্ড, স্কয়ার টেক্সটাইল, এসইএমএলএলইসিএমএফ, ব্যাংক এশিয়া, এনএলআই ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, সামিট পাওয়ার এবং ফারইস্ট নিটিং।

এ সম্পর্কিত আরও খবর